বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিত করণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে দুটি বেকারীতে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সুত্রে প্রকাশ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে মোবাইল কোর্টে বিভিন্ন অনিয়মের দায়ে ফুলতলা এলাকার সততা বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা সহ সীল গালা পূর্বক বন্ধ করা হয়েছে ও নুরনগর বাজারের সোনার বাংলা বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা সহ সতর্ক করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা কালীন উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর বিকাশ চন্দ্র, ক্যাব প্রতিনিধি,শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।