র্যাব-১৪, জামালপুর ক্যাম্প হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছে। ২১ মে বেলা ০৩.৪০ মিনিটে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার সদর থানাধীন ইলশা গ্রামস্থ মেম্বার মোড় সংলগ্ন হযরত আলীর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুল হামিদ (৪৫), শেরপুর সদর উপজেলার চক সাহাব্দীর ছহের উদ্দিনের ছেলে অপর গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ মোস্তফা (৫০), রামের চরের মৃত তহুর মুন্সির ছেলে। তাদের নিকট হতে চার দশমিক পাঁচ গ্রাম মাদক দ্রব্য, হেরোইন, নগদ ৬,১০০টাকা, ও একটি মোবাইল সেট (সীমসহ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইন এর আনুমানিক মূল্য পয়তাল্লিশ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।