অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চতুর্থ ধাপে রাজবাড়ী পৌরসভা নির্বাচন সম্পন্ন হল। ১৪ ফেব্রুয়ারি রবিবার ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা সহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করে নির্বাচন কমিশন প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।