যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজ ও সভাপতি এ্যাডভোকেট সোহরাব হোসেনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে স্কুলে নিয়োগ বাণিজ্যের সীমাহীন অভিযোগ উঠেছে।
গতকাল ২৯ মার্চ মঙ্গলবার আবারও উক্ত নিয়োগ বানিজ্যের অভিযোগে এলাকাবাসীর চাপে রুপদিয়া ওয়েলফেয়ার একাডেমির নিয়োগ স্থগিত করা হয়েছে। কয়েকটি বিশৃঙ্খল ঘটনাকে কেন্দ্র করে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে, লিখিত পরীক্ষা সম্পন্ন করার পর মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সরকারি বিধি মোতাবেক পরীক্ষা গ্রহণ করা হবে বলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর।
আজ বিকালে রুপদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুম থেকে পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেন। জানা গেছে, মঙ্গলবার দুপুরে রুপদিয়া ওয়েরফেয়ার মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক ও নিরাপত্তা প্রহরী পদে ওই প্রতিষ্ঠানেই নিয়োগ পরীক্ষা শুরু হয়। প্রথমে লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় একজন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়।
প্রতিষ্ঠানের সভাপতি সোহরাব হোসেন ও প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে স্কুলের মধ্যে ঢুকে পড়েন। নিয়োগ পরীক্ষা স্থগিত করার জন্য বিক্ষোভ শুরু করেন তারা। স্থানীয় চেয়ারম্যান রাজু আহমেদকে সাধারণ জনগন এই বিষয়ে অবগত করেন । তারা অভিযোগ করেন নিয়োগে মোটা অংকের বাণিজ্য হচ্ছে।
পরীক্ষার আগেই সভাপতি-প্রধান শিক্ষক তাদের মনোনিত প্রার্থীদের প্রশ্ন দিয়েছেন। দু’টি পদে ২৫ লাখ টাকার বাণিজ্য করতে মরিয়া তারা। তাদের সাথে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আজিম উদ্দিনের সাথে বাক-বিতন্ড হয়। ক্ষুদ্ধ জনতা আজিম উদ্দিনের গায়ের শার্ট ছিড়ে দেয়। ততক্ষণে লিখিত পরীক্ষা শেষ হয়ে যায়। উত্তাপ্ত পরিস্থিতি দেখে নিয়োগ কমিটির অন্য সদস্যরা পরিবেশ শান্ত করতে নিয়োগ স্থগিত করার ঘোষণা দেন।