মাধবপুর প্রতিনিধি: মধ্যরাতে মানুষ যখন ঘুমে, তখন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন পাড়ায় ‘করোনাভাইরাস ও ভূমিকম্প হবে, আকাশ থেকে পাথর পড়বে, একদিকে নেমে যাবে আকাশ, হতে পারে পৃথিবী ধ্বংস’ এমন গুজব রটানো হয়েছে।
এই গুজবে বিভ্রান্ত হয়ে কেউ কেউ রাত ১০টার পর থেকে রাত ১টা পর্যন্ত আজান দিয়েছেন; তারপরই শুরু হয় আল্লাহু আকবার ধ্বনিতে মিছিল। আবার সনাতন ধর্মাবলম্বীরা দিয়েছেন উলুধ্বনি আর সাথে কীর্তন।
করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে যখন মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার কথা বলা হচ্ছে, তখন এমন গুজবের কারণে মিছিলকে ঘিরে সাধারণ মানুষের মাঝে করোনা ছড়িয়ে পড়তে পারে। উপজেলার বিভিন্ন মসজিদের মাইকে ‘এলাকাবাসী আপনারা ওঠেন, রাত ২টায় ভূমিকম্প হবে’ বলে প্রচার করা হয়। সাথে সাথে দেওয়া হয় আজান। যার কারণে মানুষ ভয়ে একত্রিত হতে থাকে।
এসব গুজবের বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাক্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।