মনোহরদীর কয়েকটি গুদামে হানা দিয়ে মোবাইল কোর্ট ব্যবসায়ীদের ষ্টক থেকে প্রকৃত দামে ৭শ’ লিটার সয়াবিন তেল খুচরো বিক্রিতে বাধ্য করেছেন ৩ ব্যবসায়ীকে। এতে তাদের ১৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আজ রোববার দুপুরে মনোহরদী সদর বাজারে মোবাইল কোর্ট এক অভিযান পরিচালনা করে।এ সময় ২ ব্যবসায়ীর কয়েকটি গুদামে হানা দিয়ে কোর্ট তাদের মজুদ সয়াবিন তেল থেকে প্রকৃত খুচরো মূল্যে তেল বিক্রির নির্দেশ দিয়ে তাৎক্ষনিক তার বাস্তবায়ন ঘটান।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জাকির হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, এ সময় ক্রেতারা তার উপস্থিতিতে ১৬০ টাকা কেজি দরে সয়াবিন তেল কেনার সুযোগ পান। কোর্ট ৩টি দোকান ও তাদের কয়েকটি গুদাম থেকে ৭শ’ লিটার সয়াবিন তেল বিক্রিতে বাধ্য করেছেন তাদের।
খুচরো ক্রেতাদের ভীড় জমে যায় তখন সেখানে। তাদের খুশী মনে সেখান থেকে সয়াবিন তেল কিনে বাড়ী ফিরতে দেখা গেছে। কোর্ট এ সময় দুলাল ষ্টোর ও লক্ষী নারায়ন ষ্টোরকে ১৫ হাজার টাকা জরিমানাও করেন।
কোর্টকে সহযোগিতায় সে সময় উপস্থিত ছিলেন মনোহরদী থানার ওসি মোঃ ফরিদ উদ্দীন।