সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নীলডুমুর বর্ডারগার্ড ব্যাটালিয়নের অভিযানে ভারতীয় ৪টি গরু, ৩১৪০ প্যাকেট পাতার বিড়ি,২টি নৌকা সহ পাচারকারী রোকন (২৩) নামে এক জন ও পাচারকৃত ৮ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩১মে ) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার কৈখালী আর বি,জি ক্যাম্প সংলগ্ন ৫ নদীর মোহনায় অভিযান চালিয়ে আটক করা হয় এ সকল মালামাল ও ব্যক্তিদের।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের কৈখালী আর,বি,জি,বির হাবিলদার এনামুল হকের নেতৃত্বে একটি টহল দলের সদস্যরা আটক করেন।
সাতক্ষীরাস্থ নীলডুমুর বিজিবি ১৭ ব্যাটালিয়নের কৈখালী আর, বিজিবির কোম্পানি কমান্ডার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সদস্যরা চোরকারবারি চক্রের সদস্যের একজন সহ গরু,পাতার বিড়ি, নৌকা, ও পাচারকৃত ৮ জনকে আটক করেন। আটককৃত পাচারকারিদের শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃত গরু,বিড়ি,নৌকা, বসন্তপুর কাস্টমে জমা করা হয়েছে। যাহার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৮ হাজার ৫০০ টাকা । শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কার্জী ওয়াহিদ মুর্শেদ এ বিষয়ে বলেন, বিজিবি কর্মকর্তাবৃন্দ আটককৃত পাচারকারিদের থানায় জমা দিয়েছেন।