রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দেশের কোনো উন্নয়ন করে নাই। তারা শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, হাতুড়ি বাহিনী তৈরি দিয়ে জমি দখল সহ চুরি-ডাকাতি করেছে।
সোমবার (২০ মার্চ) বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুর রেলওয়ে মাঠে উপজেলার নবাবপুর, বহরপুর ও ইসলামপুর ইউনিয়নের যৌথ আয়োজনের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, জনগণ বিএনপির আমলে শান্তিতে ঘরে ঘুমাতে পারে নাই। এই বালিয়াকান্দিতে নাইন স্টার ফাইভ স্টার বাহিনী গঠন করে নির্যাতন চালিয়েছে। তারা আবার সেই বাহিনী দিয়ে পরিবেশ অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে তাদের সেই জবাব দিতে হবে আপনাদের।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এদেশের মানুষ অনেক শান্তিতে আছে। এমনকি বিএনপির লোকজন বিএনপির আমল থেকে এখন অনেক ভালো দিনযাপন করছে।
তিনি বলেন, আপনাদের ভালোবাসার প্রতিদান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সব সময় স্মরণ করেন। তাই তো তিনি দেশ ও দেশের মানুষের কল্যাণে তার জীবন বাজি রেখেও কাজ করে যাচ্ছেন। দেশের আরও উন্নয়ন চাইলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিবেন।
বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আ. হান্নান মোল্ল্যার সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্তিত ছিলেন,আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. রেজাউল হক রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ,কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান চৌধুরী টিটু,গবিন্দ কুমার কুন্ডু প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ, এ কে এম ফরিদ হোসেন বাবু চেয়ারম্যান জামালপুর ইউনিয়ন পরিষদ, মো. রেজাউল করিম চেয়ারম্যান বহরপুর ইউনিয়ন পরিষদ, এহসানুল হাকিম সাধন যুগ্ন সাধারণ সম্পাদক বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগ, মো. মনিরুজ্জামান মনির ভাইস চেয়ারম্যান বালিয়াকান্দি উপজেলা পরিষদ,মো. আব্দুল বারিক বিশ্বাস সদস্য জেলা পরিষদ,আহমদ আলী মাস্টার চেয়ারম্যান ইসলামপুর ইউনিয়ন পরিষদ, মো. বাদশা আলমগীর চেয়ারম্যান নবাবপুর ইউনিয়ন পরিষদ, মো. জহুরুল ইসলাম সাধারণ সম্পাদক নারুয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউপি চেয়ারম্যান কল্লোল কুমার বসু চেয়ারম্যান জংগল ইউনিয়ন পরিষদ, বশির আহম্মেদ মিনু সভাপতি ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ, মো. ফারুক হোসেন মন্ডল সাধারণ সম্পাদক ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ,হাজি মকবুল হোসেন সভাপতি বহরপুর ইউনিয়ন আওয়ামীলীগ, মো. আলতাফ হোসেন সভাপতি নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগ, আজিজ ইকবাল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগ প্রমুখ।
এছাড়াও রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. শওকত হাসান, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস উপস্থিত ছিলেন।