May 9, 2025, 11:45 am
Logo
শিরোনামঃ
বাঘায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীর মানববন্ধন বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধান উপদেষ্টার ঘর উপহার জয়পুরহাটে জামায়াতের মোটরসাইকেল শোডাউন সাভারে জমজমাট ক্রিকেট ফাইনাল, চ্যাম্পিয়ন রাসেল একাদশ নারী সংস্কার কমিশন বিলুপ্তির দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ সাভারে শ্রমিকদের দুর্বল করা কাউকেই যেন রাষ্টীয় পদ বা জনপ্রতিনিধির জায়গা দেওয়া না হয়, আখতার শাহিনুর কবির, ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোহাম্মদ জুয়েল মিঞা সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান ফেনীতে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফলোআপ গণঅভ্যুত্থানে আহতদের
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণ

হাবিল উদ্দিন রাজশাহী প্রতিনিধি 57
নিউজ আপঃ Sunday, January 19, 2025

রাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জানুয়ারি)রাত পৌনে ৯টার দিকে বাঘা উপজেলার ৩নং পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে বাড়ির আশেপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত এবং ছয়টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে।
ফকরুল হাসান বাবলু পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘা  উপজেলা বিএনপির আহ্বায়ক।
বাবলুর ভাই নাসিমুজ্জামান নান্নু বলেন, ‘কেশবপুর গ্রামে আমাদের পুরনো বাড়ির পাশে আলাদা বাড়িতে আমি বসবাস করি। ওই বাড়িতে তিন ভাই বাবলু, লাবু, মিঠু পরিবার নিয়ে বসবাস করেন। ঘটনার সময় বিকট শব্দে বাইরে এসে দেখি আলো-আঁধারের মধ্যে ৩-৪ জন লোক বাড়ির দক্ষিণ দিকে চলে যাচ্ছে। কিছু লোকজন নিয়ে এগিয়ে গিয়ে তাদের পাওয়া যায়নি। বাড়ির মধ্যে দুটি এবং বাড়ির সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়।’
এ ব্যাপারে ফকরুল হাসান বাবলু বলেন, ‘ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। গড়গড়ি ইউনিয়নে মিটিং শেষে বাড়ির পাশে ময়েনের মোড়ে লোকজন নিয়ে বসে ছিলাম। এমন সময় বিকট শব্দ শুনতে পাই। পরে বাড়িতে গিয়ে দেখি ককটেল বিস্ফোরণ হয়েছে।’
তিনি আরও বলেন, কয়েকদিন আগে একটি ফেজবুক আইডি থেকে স্ট্যাস্টাস দেওয়া ছিল,”বাঘা বিএনপি সাবধান”। আমার বিশ্বাস, তারা আওয়ামী লীগের লোক। তারা পরিকল্পতভাবে এ ঘটনা ঘটিয়েছে।
‘এ ঘটনায় আমার পরিবার অল্পের থেকে রক্ষা পেয়েছে। এর সঠিক তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এদিকে, ঘটনাটি এলাকায় জানাজানি হলে তাৎক্ষণিক উপজেলা বিএনপির নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ করেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে ছয়টি তাজা ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তবে কারা এর সঙ্গে জড়িত এখনই বলা সম্ভব হচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share