সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজশাহীতে জমি সংক্রান্তের জেরে মিথ‍্যা সংবাদ প্রকাশে প্রতিবাদে সংবাদ সম্মেলন বাঘায় দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে চিকিৎসকদের বিক্ষোভ ও মানববন্ধন বাঘায় সমাজসেবার সানোয়ারের জাদুর কাঠিতে সুস্থ-সবল শত মানুষ এখন প্রতিবন্ধি সাভারের গান্ধারিয়ায় মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন বাঘায় নবাগত ইউএনও’র সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ শিমুলতলা জোনাল অফিসে গ্রাহক হয়রানি ও অনিয়মের অভিযোগ বাঘায় সাংবাদিক পরিবারের উপর হামলা,থানায় মামলা ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামী কাউন্সিলর সাহেব আলীর শাস্তি চায় এলাকাবাসি মানবিক বাংলাদেশ চায় জামায়াত: ডা. শফিকুর রহমান সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বাঘায় হাতি দিয়ে টাকা আদায় বিড়ম্বনায় ব্যবসায়ীরা 

রাজশাহী ব্যুরো / ১১৪
নিউজ আপঃ রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ৪:০৫ অপরাহ্ন

রাজশাহীর বাঘা উপজেলার চন্ডিপুর বাজারে দোকানে-দোকানে হাতি দিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে মাহুত গোলাম মোস্তফার বিরুদ্ধে। ফলে বিড়ম্বনার শিকার ভুক্তভোগী ব্যবসায়ীরা।
 রবিবার ( ১৭ এপ্রিল) বেলা-১টার দিকে উপজেলার চন্ডিপুর বাজারে বিভিন্ন দোকানীদের কাছ থেকে মাহুত গোলাম মোস্তফা হাতি দিয়ে টাকা আদায় করেন।
ব্যবসায়ীরা জানান,চন্ডিপুর বাজারে  বিভিন্ন দোকানের সামনে হাতিটিকে দাঁড় করিয়ে দেয় মাহুত মোস্তফা। এরপর হাতি তার লম্বা শুঁড় এগিয়ে দেয় দোকানীদের দিকে। দোকানের মালিক ও দোকানে থাকা সাধারণ মানুষ নিরুপায় হয়ে হাতির শুঁড়ে টাকা ধরিয়ে দেয়। আবার কেউ কেউ টাকা হাতির সামনে ফেলে দেয় বলে জানান তারা। তখন হাতি তার শুড় দিয়ে ওই টাকা-পয়সা তার পিঠে থাকা মাহুত গোলাম  মোস্তফার হাতে উঠিয়ে দেয়।
চন্ডিপুর বাজারের মুদি ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন,দোকানের সামনে দাঁড়িয়ে যখন হাতি দোকানীর দিকে শুঁড় বাড়িয়ে দিচ্ছে তখন কিছুটা ভয় ও বিড়ম্বনার শিকার হয়ে টাকা দিতে হচ্ছে।
জিয়া মিষ্টান্ন ভাণ্ডারের প্রভাইটার জিয়াউল হক বলেন,হাতিটি আমার দোকানের সামনে   এসে দাঁড়িয়ে দোকানের দিকে তার শুঁড়টি এগিয়ে দিল। তখন আমি হাতির এই কান্ড দেখে আমার নির্দেশে এক কর্মচারি হাতির শুঁড়ের মধ্যে একটি ২০ টাকার নোট তুলে দিলে। পরে দেখি ওই টাকা হাতি শুড় দিয়ে দক্ষতার সঙ্গে তার  মাহুতকে দিলো।
এ বিষয়ে মাহুত গোলাম মস্তফা বলেন, রমজান মাসের কারণে কোথাও মেলা হচ্ছে না এবং কোনো সার্কাসও হচ্ছেনা। কীভাবে চলব? তাই রাতা দিয়ে যাতায়াতের সময় মানুষ খুশি হয়ে যে-যা দেয়,তাই গ্রহণ করি। আর ওইগুলো দিয়ে আমার ও হাতির খাবারের ব্যবস্থা করছি।
কোথায় থেকে আসছে এবং কোথায় যাবে এ বিষয়ে জানতে চাইলে হাতির মাহুত গোলাম মোস্তফা উত্তরে বলেন,কুষ্টিয়া থেকে রজশাহীতে যাবো।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর
Share
Share