রাজশাহী
সুমনের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর এক টার দিকে সুমন নিজ বাড়ির রান্নাঘরের বাল্বের সংযোগ ঠিক করতে যায়। এসময় হোল্ডারে তার বের হয়ে থাকায় তারের স্পর্শে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: মেহনাজ শারমিন তাকে মৃত: ঘোষণা করেন।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কারও কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।