বঙ্গবন্ধুর দর্শন শিক্ষার উন্নয়ন, শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে নিয়ে রাজবাড়ীর পাংশায় সারা দেশের ন্যায় বই বিতরণ উৎসব- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ জানুয়ারি) পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমিতে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা।
বই বিতরণ অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান এ. কে এম শফিকুল মোরশেধ আরুজ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছাঃ রাশেদা খাতুন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে এম শফিকুল মোরশেধ আরুজ বলেন, আমরা শিক্ষার্থী থাকা কালিন বছরের শরুতে বই পেতাম না, বই পেতে পেতে মার্চ এপ্রিল চলে আসত আর এখন জননেত্রী শেখ হাসিনার মহান উদ্দ্যোগে বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা বই হাতে পাচ্ছে যা বিশ্বের অনেক উন্নত দেশেও এভাবে বই দেওয়া হয় না। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয়ে প্রত্যেকটি শিক্ষার্থীকে সুনাগরিক ও পাঠ্য বইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।
নতুন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থী। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় গুলোতে উৎসব মুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এই বিভাগের আরও খবর....