মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের একটি অজগর সাপ আবারো ডিম দিয়েছে। ধারণা করা হচ্ছে, এবার অজগরটি ৪০টির মতো ডিম দিয়েছে। এ নিয়ে এই অজগরটি এবার পঞ্চমবারের মতো ডিম দিল।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সোমবার (২৩ মে) ভোরে প্রতিদিনের মতো তিনি খাঁচার পাশে গিয়ে দেখতে পান অজগর সাপটি কুণ্ডলী পাকিঁয়ে বসে আছে এবং পাশেই দুইটি ডিম পড়ে আছে। এরপর আগ্রহ নিয়ে অনুসন্ধান করে সাপটির শরীরের নিচে আরও ডিম দেখতে পান।
সজল দেব জানান, প্রায় তেরো বছর আগে শ্রীমঙ্গলের মির্জাপুর এলাকার একটি লেবু বাগান থেকে অজগরটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল।
তখন এটির বয়স ছিল মাত্র দুই বছর। চারবারের মধ্যে একবার কোনো ডিম ফুটে বাচ্চা বের হয়নি। বাকি তিনবারের ডিম থেকে প্রায় ১০০ বাচ্চা ডিম ফুটে বের হয়। আমরা এগুলো লাউয়াছড়া জাতীয় পার্কে ছেড়ে দিয়েছি।
তিনি বলেন, ‘ধারণা করছি, এবারো ৪০টির মতো ডিম দিয়েছে। আগের অভিজ্ঞতা থেকে এটা বলা যায়, ডিম ফুটে বাচ্চা বের হতে প্রায় ৫৫ থেকে ৬০ দিন লাগবে। বাচ্চা ফুটালে সেগুলো লাউয়াছড়া অথবা সাতছড়ি বনে অবমুক্ত করা হবে।’