‘আমার স্বামী পঙ্গু,থাকিছি মানসির (অন্যের) বাড়ি,পরের বাড়ি আর মাঠে কাম করিছি,জায়গা-জমি কিছুই আছিল না। ঝড় বৃষ্টি আরশীতির সুমায় খুব কষ্টে থাকিছি,এখন পুলিশ একটা বাড়ি কইর্যা দিছে,আর মানসির বাড়ি থাকা লাগবি লয়,আমি ভীষণ খুশি। আল্লাহ শেখ হাসিনার ভাল করুন,পুলিশির ভালো করুক।’
গত রোববার মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য বাংলাদেশ পুলিশের তৈরি করা ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর আবেগাপ্লুত কণ্ঠে এভাবেই বলছিলেন তাছলিমা খাতুন। তিনি পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর মসজিদপাড়া গ্রামের প্রতিবন্ধী মন্তাজ আলীর স্ত্রী। এই উপজেলায় তিনি পুলিশের দেওয়া ঘর উপহার পেয়েছেন।
তাছলিশার স্বামী মুন্তাজ এজন্য কৃতজ্ঞ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশের আইজিপি’র প্রতি। তার মেয়ে বললেন,আমরা তিন ভাইবোন। আমাদের থাকার কোন ঘর ছিলনা। পুলিশের আইজি স্যারের সযোগিতায় আমরা একটা পাকা ঘর পাইছি। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও আইজিপি স্যারকে ধন্যবাদ জানাই। আল্লাহ যেন তাঁদেরকে সুস্থ ও ভালো রাখেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে ‘দেশের ৬৫৯টি থানায় নারী,শিশু,বয়স্ক,প্রতিবন্ধীদের সেবায় স্থাপিত সার্ভিস ডেস্কের উদ্বোধন এবং গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর’ করা হয় ১০ এপ্রিল।
রাজারবাগের ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইনসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন এবং উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন,পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ প্রমুখ।
পাবনার চাটমোহর থানায় আয়োজিত গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটমোহর প্যৌরসভার মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো,সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজিব শাহরীন,উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন,প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন,সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাধারণ সম্পাক সঞ্জিত সাহা কিংশুক,থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন,ইন্সপেক্টর (তদন্ত) হাসান বাসির প্রমূথ।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন জানান,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নে পুলিশের মহাপরিচালক (আইজিপি) ড.বেনজির আহম্মেদ স্যারের পরামর্শ অনুযায়ী হতদরিদ্রদের জন্য সুষ্ঠুভাবে ঘরগুলো নির্মাণ করা হয়েছে।
পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সব সময়ই মানবিক কাজ করে থাকে। অতীতেও করেছে যা হয়তো এখন আরও বেশি দৃশ্যমান।
তিনি আরও বলেন আমরা জনগনের আর খুব কাছে যেতে চাই। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপজেলার হরিপুর মসজিদপাড়া গ্রামের মন্তাজ আলীর স্ত্রী তাছলিমা খাতুনের হাতে নির্মিত গৃহ হস্তান্তর করা হয়।