খুলনার পাইকগাছায় গদাইপুরে সরকারী জেলা পরিষদের পুকুরের মাছ মেরে বিক্রির অভিযোগে দুই ইউপি সদস্য সহ কয়েকজন বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার গদাইপুর গ্রামের আহম্মদ মীরের ছেলে মিজানুর রহমান টুটুল এ সাংবাদিক সম্মেলন করেছেন।
লিখিত বক্তব্যে বলেন, উপজেলার গদাইপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে জেলা পরিষদের একটি পুকুর রয়েছে। বিগত দিনে পুকুরটি ইজারা দেওয়া হলেও বর্তমানে পুকুরটি জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে।
কিন্তু গত ২৩ এপ্রিল স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান, ৭ নং ওয়ার্ডের শেখ হারুনুর রশিদ হিরু ও শাহ ওলি এর নেতৃত্বে ২০/২৫ জন জেলা পরিষদের এ পুকুর থেকে ৪ লক্ষাধিক টাকার মাছ মেরে নিয়েছেন । আমি সহ অনেকে নিষেধ করলে অকথ্য ভাষায় গালিগালাজ সহ জীবন নাশের হুমকি প্রদর্শন করেন।
এজন্য গত ২৭ এপ্রিল জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার সহ ৯টি দপ্তরে অভিযোগ দায়ের করেছি। যার কারনে ওরা আমাদের জানমালের ক্ষতি করার বিভিন্ন চক্রান্ত করছে।
সেজন্য এ ঘটনার সু-বিচারের দাবী করে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছি। সাংবাদিক সম্মেলন করার সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বর জবেদ আলী গাজী, শেখ আতাউর রহমান, ফজর আলী, আঃ মালেক ও আমিনুল ইসলাম কাজল প্রমূখ।