নেত্রকোনার দুর্গাপুরে সমন্বিত ব্যবস্থানার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকী মূল্যে (উন্নয়ন সহায়তা) কার্যক্রমের আওতায় দুইজন কৃষকের মাঝে ২টি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের হাতে হারভেস্টারের চাবি তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।
কম্বাইন হারভেস্টার পাওয়া কৃষকরা হলো উপজেলার পৌর শহরের দশাল এলাকার রুপন মিয়া ও বিরিশিরি এলাকার শফিকুল ইসলাম।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান, উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রহমান, উপজেলা যুবলীগ সহ:সভাপতি পাভেল চৌধুরী প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার মাহাবুবুর রহমান জানান, কম্বাইন হারভেস্টারের মূল্য ৩২ লাখ। সরকার প্রতিটি মেশিনে দিচ্ছে ১৬ লাখ।
এ মেশিনের মাধ্যমে অল্প খরচ ও কম সময়ে কৃষকগন একই সাথে ধান ও গম কাটা, মাড়াই ও ঝাড়াই করতে পারবে। এতে কৃষকের উৎপাদন খরচ কমবে এবং কৃষক অধিক লাভবান হবেন।