আমার আলোচনার শিরোনামে তিনটি শব্দ-‘দাও, নাই,কেন ‘ ,বিষয়টা নিয়ে একটু আলোকপাত করা যাক …
“দাও ”
বিয়ের প্রথম বছর-গাড়ি দাও, বাড়ি দাও, শাড়ি দাও,গয়না দাও, কসমেটিকস দাও, বাজার দাও, বেড়াতে যাওয়ার, হানিমুনের টাকা দাও, ইত্যাদি হাজারো দাও দাও । বৌয়ের এই হাজারো দাও দাও মেটাতে স্বামি বেচারার নাভিঃশ্বাস চরমে !
“নাই ”
বিয়ের দ্বিতীয় বছর – তেল নাই, নুন নাই, বাজার নাই, বাচ্চার দুধ নাই, ফ্রিজে মাছ-মাংশ নাই, অথিতির জন্য নাস্তা নাই, জামাকাপড় নাই, স্কুলের বেতন, বাচ্চার বই, প্রাইভেটের টাকা, ইত্যাদি হাজারো নাই শব্দ, আপনাকে গৃহে প্রবেশ করার পর থেকে বের না হওয়া পর্যন্ত গিন্নির মুখ থেকে শুনতে হবে !
” কেন ”
বিয়ের তৃতীয় বছর-বাজার সদাই আনলেনা কেন, ওখানে গেলে কেন, ওদিকে তাকালে কেন, তোমার ভাই-বোনকে এটা ওটা দিলে কেন, আমার ভাইবোনকে এটা ওটা দিলে না কেন, কথা যেটা বলি সেটা শুন না কেন, সর্বোপরি এত কিছু দিবার যোগ্যতা না থাকলে বিয়ে করলে কেন ? ইত্যাদি লক্ষ-কোটি কেন দিয়ে সাজানো বৌয়ের শ্রুতি মধুর কথা মালা !
বেশির ভাগ সংসারের এই হাল ৷ নারী জাতি বরাবরই অবুঝ ৷কেউ না বুঝে বুঝে না ,আর কেউ বুঝে ও বুঝে না ৷ প্রখ্যাত অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল এর সংজ্ঞা অনুযায়ি -” অভাব অফুরন্ত, সে তুলনায় সম্পদ শোচনীয়ভাবে সিমাবদ্ধ ; এই সিমাবদ্ধ সম্পদ দিয়ে সীমাহীন অভাব মোচনের প্রচেষ্টাকে অর্থনীতি বলে ৷” কিন্তু বৌয়েরা সেটা বুঝতে চায় না ৷স্বামির সামর্থ্য থাক বা না থাক, বিয়ে করেছো কেন ? সুতরাং আমি যা চাই তা-ই দিতে হবে ৷ না হলে সংসারে অশান্তি ৷ সংসারের সবদিক সামাল দিতে একজন স্বামির কী যে ত্রাহি মধুসুদন অবস্থা সেটা ভুক্তভোগি মাত্রই জানে । কিন্তু বৌয়েরা সেটা জানতে মোটে ও আগ্রহী নয় ৷
স্বামির আয় কত ? সংসারের ব্যয় কত ? ক্রমবর্ধমান সংসার খরচের যোগান দিতে স্বামি বেচারার প্রাণ ওষ্ঠাগত , কিন্তু সেদিকে অধিকাংশ স্ত্রীর দৃষ্টি নেই ৷ শুধু -“দাও-নাই- কেন ” এই তিনটি শব্দ তাদের মাথার ভিতর ঘুরপাক খেতে থাকে ৷ হে মহান প্রভু !তুমি এই অবুঝ , নির্দয়, অবিবেচক, অপরিনামদর্শি ,বাস্তববুদ্ধিহীন স্ত্রীদের সহীহ তথা সঠিক বুঝ দান করুন…!!