রাতটা কাটলো হেসে
—-রেখা আচার্য্য
রচনা কাল:১৬-০২-২০১৯ইং
———————–
রাতটা কাটলো হেসে হেসে
ঘুম গেলো জলে ভেসে,
আমার নাকি ভাব বেশি
বলে সবাই কালো কেশি।
.
করি একটা প্রশ্ন আপনায়
কবি কি এত প্যাঁচায়?
তাকে আপনি চিনেন নি?
সে ভালো ডাক্তার জানি।
.
আপনি কিন্তু তার মত
কথায় শুধু প্যাঁচান যত।
কথা বললে প্রশ্ন করেন
হঠাৎ করেই ভেকটা ধরেন।
.
জানি আপনি সবই পারেন
তাইতো সবার মন কাড়েন।
.
হঠাৎ তারই প্রশ্ন করলেন
কারণটা কি আপনি বলেন?
সে আমায় চিনে নাকি?
প্রশ্ন যে করলেন ডাকি।
.
না আপনায় চিনে না
করলাম এমনি ললনা!
দেখলাম যদি চিনেন সবই
আপনি তো খুব ভালো কবি।
.
লেখেন কত কবিতা
ভালোলাগে সবই তা।
আমি কিন্তু সাহিত্য পটে
গেলেই মগ্ন ঘটে।
.
আপনি লিখেন কীসের বলে
বিরক্ত হোন না কোনো ছলে?
——————————–