এবার ঈদের কেনাকাটা অনেকটা আগেই শুরু হয়েছে। দুই বছর পর জমে উঠেছে ঈদের বাজার। নতুন পোশাক,প্রসাধনী,জুতা আর গহনার দোকানে ভিড় বেড়েছে। ক্রেতাদের পদচারণে মহামারী করোনার ধকল সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন পাবনার চাটমোহরের ব্যবসায়ীরা।
চাটমোহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়,নারী,শিশু ও তরুণীদের ভিড়ই বেশি। ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়,গত ২ বছর তারা এমন খোলামেলা পরিবেশে ঈদের বাজার করতে পারেননি। তাই এবার কিছুটা আগেই মার্কেটে এসেছেন। পছন্দের পোশাক কিনছেন। তবে দাম একটু বেশি বলে তাদের অভিমত।
ছাইকোলা থেকে ঈদের বাজারে এসেছেন গৃহবধূ সামিনা পারভীন। জানালেন,ছেলে-মেয়েদের পোশাক কিনতেই মূলত বাজারে আসা। তবে দামটা বেশিই মনে হচ্ছে।
ব্যবসায়ী রবিউল করিম জানান,গত ২ বছর তাদের কোন ব্যবসা হয়নি। এ বছরের ব্যবসায়ী দিয়েই ঘুরে দাঁড়াতে হবে। তাই তারা ব্যবসায় টাকা বিনিয়োগ করেছেন।
চাটমোহর ফেওর শহর ছাড়াও উপজেলার হান্ডিয়াল,শরৎগঞ্জ,কাটাখালী,রেলবাজার,ছাইকোলাসহ বিভিন্ন হাট-বাজারেও ঈদের বাজার জমে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা।