নেত্রকোনার দুর্গাপুরে গালমন্দের প্রতিবাদ করায় মা ও প্রতিবন্ধী ছেলের ওপর হামলার ঘটনা ঘটেছে। রামদার কোপে গুরুতর আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন মা মনোয়ারা খাতুন (৪২)। উপজেলার চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা গ্রামের বাসিন্দা আহত মনোয়ারা খাতুন।
হামলার এই ঘটনাকে কেন্দ্র করে মনোয়ারা খাতুন বাদী হয়ে আব্দুল হাই সহ ৪ জনকে আসামি করে দূর্গাপুর থানায় লিখিত অভিযোগ করলে, অভিযুক্তরা নানাভাবে হুমকি ধামকি সহ ভয়-ভীতি দেখিয়ে আসছে প্রতিনিয়ত।
এ নিয়ে সোমবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের মনোয়ারা খাতুন জানান, পারিবারিক বিষয় নিয়ে তার ও আবদুল হাই এর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। মনোয়ারা‘র স্বামীর মৃত্যুর পর থেকে আব্দুল হাই ও তার পরিবারের সদস্যরা নানাভাবে হয়রানি শুরু করে তাদের। এই নিয়ে অনেক দেন-দরবার করেও কোন কাজ হয়নি।
গত মঙ্গলবার (১৭ মে) ওই পরিবার অকথ্য ভাষায় গালাগালি শুরু করলে এর প্রতিবাদ করেন মনোয়ারা খাতুন। এই জের ধরে আব্দুল হাই সহ তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে ঘরের আসবাবপত্র ভেঙ্গে ঘরে অলংকার ছিনিয়ে নেয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই দিন রাতেই ভুক্তভোগী পরিবার দূর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন। হামলার বিষয়ে কথা বলার জন্য আব্দুল হাইয়ের মুঠোফোন সংযোগ বিচ্ছিন্ন থাকায় তা সম্বব হয়নি।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, আমরা অভিযোগটি আমলে নিয়ে মামলা লিপিবদ্ধ করেছি। অতি দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।