মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনি
কলাপাড়ায় পানওয়ার্ল্ড নামের একটি কয়লাবাহী জাহাজের ধাক্কায় মাছ ধরা ট্রলার ডুবে মহিউদ্দিন (২০) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার শেষ বিকালে পায়রা বন্দর সংলগ্ন পশরবুনিয়া এলাকার রাবনাবাদ নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোজ মহিউদ্দিন টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের রফিক হাওলাদারের ছেলে।
স্থানীয় জেলেরা জানান, পশরবুনিয়া সংলগ্ন রবনাবাদ নদীতে ওই ট্রলারমালিক বাচ্চুসহ তিন জেলে মাছ ধরছিল। এসময় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে কয়লা খালাস করে ছেড়ে আসা পানওয়ার্ল্ড নামের একটি জাহাজ ট্রলারটিকে মাঝ বরাবর ধাক্কা দেয়। এতে ট্রলারটি ভেঙে দুমড়ে মুচড়ে গিয়ে নদীতে ডুবে যায়। একই সময় পার্শ্ববর্তী একটি মাছ ধরা ট্রলার জেলে বাচ্চু প্যাদা ও তার ছেলে রুমানকে অক্ষত অবস্থায় উদ্ধার করলেও নিখোজ হয় মহিউদ্দিন।
পায়রা বন্দর কোষ্টগার্ডের পেডি অফিসার আসাদুর রহমান জানান, নিখোঁজ হওয়া জেলেকে উদ্ধারে কোষ্টগার্ডের অভিযান অব্যাহত আছে। আমরা বর্তমানে নদীতে আছি। তবে তিনি জাহাজের নাম বলতে পারলেও জাহাজটি কোন দেশ থেকে আসা সেটি নিশ্চিত করতে পারেননি।