

নিজস্ব প্রতিবেদক
সাভারের আশুলিয়ায় ফুটপাত হকার মুক্ত করে যাত্রী ছাউনি নির্মাণ করায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এঘটনায় উভয়পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় আশুলিয়ার ডিপিজেডের ভাদাইল এলাকায় ব্যক্তি উদ্যোগে সাধারণ মানুষের জন্য যাত্রী ছাউনি নির্মাণ করার উদ্যোগ নেন ইসরাফিল নামের এক ব্যক্তি।
পরে তিনি সেখানে যাত্রীছাউনি নির্মাণ করা শুরু করলে একদল দুর্বৃত্ত তাকে বাধা প্রদান করে। এনিয়ে সেখানে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ফুটপাত হকারমুক্ত করার পর যাত্রীদের নিরাপদে দাঁড়ানোর ব্যবস্থা হিসেবে ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব নিজস্ব উদ্যোগে যাত্রী ছাউনি নির্মাণ শুরু করে। পাশাপাশি পথচারীদের নিরাপত্তার কথা বিবেচনায় এনে সেখানে সিকিউরিটি গার্ড দেওয়ার ব্যবস্থাও করা হয়।
তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, যাত্রীদের জন্য নির্মিত এই গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক কাজে বাঁধা সৃষ্টি করছেন দুর্বৃত্তরা।