১ আগস্ট সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, যুদ্ধাপরাধীদের সমর্থক আর যুদ্ধাপরাধী-দুর্নীতিবাজদের দখলে বাংলাদেশ। সরকারের সর্বোচ্চ পর্যায়েও আজ যুদ্ধাপরাধীদের সমর্থকেরা বসে আছে। গত বায়ান্ন বছরে বাংলাদেশের রাজনীতিতে রাক্ষদের রাজত্ব তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী।
নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেন পলাশ, যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন নাসির, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, নতুনধারার রাজনীতির সাথে সারাদেশে সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে ছাত্র-যুব-জনতার মৌলিক দাবি বাস্তবায়নের জন্য। তারা রাজনীতির নামে মানবাধিকার লঙ্ঘণসহ সকল অন্যায়-অপরাধ-দুর্নীতির রাঘব- বোয়ালদেরকে প্রতিহত করতে তৈরি হচ্ছে।