রায়হান কাজি।। ভোলার তজুমদ্দিনে মাসিক জনপ্রতি ১০ টাকা বেতনে শিক্ষকতা করে মক্তবের শিশুদের কোরআন শিক্ষা দিচ্ছেন এক বিধবা নারী। প্রায় ৩০ জন শিশু শিক্ষার্থীকে দীর্ঘ পাঁচ বছর ধরে জরাজীর্ণ একটি টিনের ঘরে নিয়মিত কোরআন শিক্ষা দিয়ে আসছেন তিনি। বর্তমানে মক্তবের ঘরটি জরাজীর্ণ হওয়ায় সামান্য বৃষ্টিতে ভিজে একাকার হয় কোরআন শরীফ ও আরবি কিতাবসহ বিছানাপত্র।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ৪০ বছর আগে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোল্লা গ্রামের লেদু করাতী বাড়ির দরজায় মরহুম আসলাম মুন্সী ধর্মীয় শিক্ষা দানের উদ্দেশ্যে শতাধিক শিশু নিয়ে মক্তবটি চালু করেন। সম্প্রতি এলাকাবাসীর উদাসীনতা ও আর্থিক সংকটের কারণে টিনসেডের ঘরটি জরাজীর্ণ হয়ে পড়ে। নির্ধারিত বেতন দেওয়া সম্ভব না হওয়ায় নিয়মিত ধর্মীয় শিক্ষক স্থানীয়ভাবে নিয়োগ দেওয়া যায়নি। মক্তবের ধারাবাহিকতা রক্ষা করে পাঁচ বছর আগে গ্রামের কোমলমতি শিশুদের কোরআন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে পড়ানোর দায়িত্ব নেন বিধবা নুরজাহান বেগম।