রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের হিরন্যকান্দি গ্রামে সুন্দর পরিবেশ সম্মতভাবে গড়ে উঠেছে ইসলামের সকল শিক্ষাসহ বাংলা, ইংরেজী, গনিত, সমাজ বিজ্ঞানসহ আধুনিক সব শিক্ষার প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া দারুল আযহার হাফিজিয়া মাদ্রাসা। একই নামে বালক ও বালিকা মাদ্রাসা চলছে।
হিরন্যকান্দি জামিয়া আরাবিয়া দারুল আযহার হাফিজিয়া মহিলা মাদ্রাসায় রয়েছে ৫০ জন শিক্ষার্থী। আর বালক মাদ্রাসায় রয়েছে ৩৪ জন শিক্ষার্থী। দু”টি প্রতিষ্ঠান মিলে সর্বমোট ৮৪ জন। এই মাদ্রাসার শিক্ষক সংখ্যা ৬ জন।
গতকাল হিরন্যকান্দি জামিয়া আরাবিয়া দারুল আযহার হাফিজিয়া মাদ্রাসায় সরেজমিন গিয়ে দেখা যায়, মাদ্রাসার শিক্ষার্থীরা ব্লাক বোর্ডে একজন আরবি, একজন বাংলা এবং একজন ইংরেজী হাতের লেখা লিখছে। তাদের অসাধারন হাতের লেখা দেখে আশ্চর্য্য হয়ে দেখি। তারা যেমন হাতের লেখা তেমনি পড়াশুনা।
কয়েকজন ছাত্র বলেন, ২০১৯ সালে মাদ্রাসাটি স্থাপিত হওয়ার পর থেকে আমরা এখানে কোরআন শরীফ তেলাওয়াত, বাংলা, ইংরাজী, গনিত, সমাজ বিজ্ঞান, সাধারন জ্ঞানসহ সকল আধুনিক পড়ালেখা এখানে শিক্ষা দেওয়া হয়। আমাদের শিক্ষকগণ অতি সুন্দরভাবে শিক্ষা দিয়ে থাকেন।
হিরন্যকান্দি জামিয়া আরাবিয়া দারুল আযহার হাফিজিয়া মাদ্রাসার মুহতামীম মোহাম্মদ নুরুল আলম বলেন, গত ২০১৯ সালে এলাকার সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার প্রয়াসে এই শিক্ষা প্রতিষ্ঠানটি নির্মাণ করি। এসময় আমাকে সার্বিক সহযোগিতা করে এলাকার মুরব্বিরা। সবার সহায়তায় প্রতিষ্ঠানটি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। বর্তমানে বালক বিভাগ আর বালিকা বিভাগ মিলে মোট শিক্ষার্থী সংখ্যা ৮৪ জন। আর শিক্ষক সংখ্যা ৬ জন। এদেরকে সঙ্গে নিয়ে মাদ্রাসাটি পরিচালিত করে চলেছি।
আমাদের মাদ্রাসার বৈশিষ্টগুলো হলো অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত, মনোরম পরিবেশে পাঠদান, আন্তর্জাতিক মানের তেলাওয়াতের জন্য মশকের সু-ব্যবস্থা ও বাংলা, অংক, ইংরেজীর উপর বিশেষ গুরুত্বারোপ করা। শিক্ষাদানের জন্য বিভাগ সমুহ আধুনিক নূরানী ও নাজেরা বিভাগ, হিফজো বিভাগ এবং বাংলা, অংক, ইংরেজীতে ৫ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা বিভাগ। আরবি হাফিজিয়া পড়ালেখার পাশাপাশি প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।