বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার
অন্য কিছু রাজনৈতিক দলের মতো হিন্দু ধর্মাবলম্বীদেরকে ভোটব্যাংক হিসেবে নয়, এনসিপি হিন্দু ধর্মাবলম্বীদেরকে দেশের সুনাগরিক হিসেবে মূল্যায়ন করে বলে মন্তব্য করেছেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ন মুখ্য সমন্বয়ক ও ঢাকা জেলা যুগ্ম সমন্বয়কারী মেহরাব হোসেইন সিফাত।
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সাভারের বিভিন্ন মন্ডপ পরিদর্শন এ মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার রাতে সাভার পৌর এলাকার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করে পূজা কমিটির হাতে উপহার হিসেবে ফল তুলে দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ন মুখ্য সমন্বয়ক ও ঢাকা জেলা যুগ্ম সমন্বয়কারী মেহরাব হোসেইন সিফাত।
এসময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ন মুখ্য সমন্বয়ক ও ঢাকা জেলা যুগ্ম সমন্বয়কারী মেহরাব হোসেইন সিফাত বলেন, দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য এনসিপির পক্ষ থেকে দেশব্যাপী মনিটরিং টিম গঠন করা হয়েছে।এই টিমগুলো স্থানীয় পূজা কমিটির সাথে সমন্বয় করে পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার কাজে সহায়তা করবে। জাতীয় নাগরিক পার্টি সকলকে সাথে নিয়ে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায়।
এ সময় তিনি বর্তমান নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির শাপলা প্রতীক পাওয়ার জন্য রাজ পথে লড়াই করা হবে বলে জানান তিনি।
মন্ডপ পরিদর্শনে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দুর পাশাপাশি সাভার উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী জুলকারনাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।