চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজার পশুর হাটের জন্য বিখ্যাত। হাটে প্রতি বছরের ন্যায় এবারও হাজারো গরু ও ক্রেতার ভীড় দেখা গেছে। তথাপী জেলা প্রশাসকের দেয়া স্বাস্থ্যবিধি মানেনি কর্তৃপক্ষ। পশুর হাট যেনো তিল ঠাঁই আর নাইরে অবস্থা। এছাড়াও কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পাশে হওয়ায় প্রায় দুই কিলোমিটার সড়কে সকাল থেকেই দীর্ঘ যানজট লেগেই ছিলো। দুপুর বারোটার দিকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার পশুর হাট পরিদর্শনে গেলে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও পরবর্তীতে সেই পুরনো চিত্র।
এই বিষয়ে কথা হয় পশুর হাটের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর সাথে। তিনি বলেন, আমাদের কিছুই করার নেই। কতোজনকে নিয়ন্ত্রণ করবো। তবে স্বেচ্ছাসেবকগণ চেষ্টা করছেন।
স্বাস্থ্যবিধি মানছে না বিষয়ে ঈজারাদার কর্তৃপক্ষ আলহাজ্ব আব্দুল খালেক ও জাকির হোসেন দু’জনের মোবাইলে কল করলেও রিসিভ না হওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। কর্তৃপক্ষ চেষ্টা করছে বিষয়টি সমাধানে কাজ করতে।