December 16, 2025, 6:01 am
Logo
শিরোনামঃ
আন্তর্জাতিক মানবাধিকার দিবসঃ ১০ ডিসেম্বর দিচ্ছে ডাক, মানবাধিকার মুক্তি পাক। আশুলিয়ায় ফুটপাত হকার মুক্ত করে, ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব এর উদ্যোগে যাত্রী ছাউনি নির্মাণ সাভারে ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শহীদ নূর হোসেন দিবস আজ সাভারে ঐতিহাসিক ৭ ই, নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, সালাউদ্দিন বাবুর পক্ষে আলোচনা সভা  সাভার পৌরসভায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু আশুলিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মান’ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইউএনও গুমের শিকার সুরুজ্জামানের লোমহর্ষক বর্ণনা হিন্দু ধর্মাবলম্বীদেরকে ভোটব্যাংক হিসেবে নয়, সুনাগরিক হিসেবে মূল্যায়ন করে এনসিপি
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভারের আমিন বাজারে বারবার গ্যাস সংকট, অনতিলম্বে গ্যাস সংযোগ প্রদানের জন্য এলাকাবাসীর মানববন্ধন

বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার 107
নিউজ আপঃ Saturday, August 16, 2025

বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার

সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকটের প্রতিবাদে ক্ষুব্ধ বাসিন্দারা মানববন্ধন করেছেন। শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের পর ‘আমিনবাজার ইউনিয়নের সর্বস্তরের জনগণ’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাধারণ মানুষ ছাড়াও সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব কফিল উদ্দিন সহ বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

 

 

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে কফিল উদ্দিন বলেন, সাভারে বারবার গ্যাস বিচ্ছিন্ন হওয়া বন্ধে তিতাস গ্যাসকে অবশ্যই সমাধান খুঁজতে হবে। প্রয়োজনে তাদেরকে চিঠি দিয়ে বিষয়টি জানাতে হবে। সাভারের মানুষের এই দুর্দশা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি অভিযোগ করে বলেন, সাভারকে কেরানীগঞ্জের সাথে যুক্ত করায় এখানকার বাসিন্দারা অবহেলিত হচ্ছেন। সাভারকে আলাদাভাবে বিবেচনা করা হলে জনগণ এভাবে কষ্ট পেত না। আমাদের এ বিষয়ে সোচ্চার হতে হবে। আমরা সাভারে ছিলাম, সাভারেই থাকতে চাই।

 

বক্তারা অভিযোগ করেন, আমিনবাজারের গ্যাস পাইপলাইনে ঘন ঘন লিকেজ হচ্ছে, অথচ তিতাস গ্যাস কর্তৃপক্ষ কার্যকর সমাধান দিচ্ছে না। একটি লাইনে বারবার সমস্যা কেন হবে? এটি তিতাসের গাফিলতিরই প্রমাণ। এই পরিস্থিতি আর মেনে নেওয়া হবে না, তারা হুঁশিয়ারি দেন। একইসঙ্গে দ্রুত সমস্যা সমাধান না হলে আরও কঠোর আন্দোলনের হুমকি দেন।

 

তিতাস গ্যাসের উপ মহাব্যবস্থাপক (প্রকৌশলী) মুহাম্মদ আরিফুল ইসলাম জানান, গ্যাসের চাপ কম থাকায় এবং পুরনো পাইপলাইনে লিকেজের কারণে সরবরাহে ব্যাঘাত ঘটছে। তবে পর্যাপ্ত সরবরাহ পেলে সমস্যা দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

 

প্রসঙ্গত, গত জুলাই মাসেও বড়দেশী এলাকায় প্রায় তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট চলেছিল, যা এলাকার লক্ষাধিক মানুষের জীবনে দুর্ভোগ ডেকে আনে। কেউ কেউ বিকল্প উপায়ে রান্না করলেও অনেকে হোটেল-রেস্তোরাঁর ওপর নির্ভর করেন। গ্যাস না থাকায় বন্ধ হয়ে যায় সিএনজি স্টেশনগুলো, যার প্রভাব পড়ে অন্যান্য ব্যবসা-বাণিজ্যে। কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সম্প্রতি আবারও একই সমস্যায় পড়েছেন স্থানীয়রা, যা তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share