সাভার উপজেলা বিরুলিয়া ইউনিয়নে বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে সাভার মডেল থানার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর জলিল বেকারী মোড় এলাকা হতে মোট ৬১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইন-চার্জ ও সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দত্ত।
এমসয় অন্ধকারে পালিয়ে যায় মাদকের ডিলার রিপন। আটককৃতরা হলো ১)হীরা (২৬) পিতাঃলাট মিয়া,গ্রামঃকালিয়াকৈর ২) রাসেল (২৫) পিতাঃ আব্দুল মালেক,গ্রামঃছোট কালিয়াকৈর (নৌ বাহিনী গেট সংলগ্ন)।
১নং আসামী হীরার নিকট হতে ৪৩০ পুরিয়া ও ২নং আসামী রাসেল এর নিকট হতে ১৮০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে। আসামীদের মতে যার বাজার মূল্য প্রায় ৬১,০০০ হাজার টাকা। হীরা ও রাসেল পলাতক আসামী রিপনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে।
উপ-পরিদর্শক(এসআই) অপূর্ব দত্ত বলেন,তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। পলাতক আসামীকে গ্রেফতার করার জন্য অভিযান চলমান রয়েছে।