January 13, 2026, 7:02 pm
Logo
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‘আশুলিয়ার বাইদগাওয়ে জমি সংক্রান্ত বিরোধ, বসতবাড়িতে তালা ও মারধরের অভিযোগ উঠেছে’ আন্তর্জাতিক মানবাধিকার দিবসঃ ১০ ডিসেম্বর দিচ্ছে ডাক, মানবাধিকার মুক্তি পাক।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভারে জমি দখলকে কেন্দ্র করে বাতেনের নেতৃত্বে জমির মালিককে কুপিয়ে জখম

প্রতিবেদকের নাম 361
নিউজ আপঃ Friday, December 11, 2020

 সাভার প্রতিনিধি:

সাভারে অবৈধভাবে জোরপূর্বক জমি দখল করতে জমির মালিক মোঃ নজরুল ইসলামকে (৫০) কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেঠে। এঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী। বুধবার বিকেল ৫ টার দিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা গ্রামে এঘটনা ঘটে। ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, সাভারে ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা গ্রামে মোঃ নজরুল ইসলামসহ আরো দুইজন বিলামালিয়া মৌজায় ২১ শতাংশ সাফ কাবলা দলিল মূলে জমি ক্রয় করে দীর্ঘদিন যাবৎ চাষাবাদ করে আসতেছেন। কিন্তু কিছুদিন যাবৎ জোরপুর্বক জমি দখলের জন্য ঢাকার মোহাম্মদপুর এলাকার সাইফুল আলম (৪৮),মোগড়াকান্দার ইব্রাহিম হাজীর ছেলে হাজী আব্দুল বাতেন(৫৩),কল্যাণপুরের সেকেলউদ্দিনের ছেলে আব্দুল মজিদ হাওলাদার(৫৩),মোগড়াকান্দার মোঃ ইউসুফ আলীর ছেলে মোঃ নাজিম উদ্দিন(২৮), মোগড়াকান্দার হজরত আলীর ছেলে আবু বক্কর (৪০) ও আবুল হোসেন(৩৫) জমির মালিককে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছিল। এ বিষয়ে একাধিকবার জমির মালিকরা স্থানীয়দের জানালে তারা বিচার শালিসের মাধ্যমে সমাধানের চেষ্টা করলেও অভিযুক্তরা কোন তোয়াক্কা না করে অবৈধভাবে জমি জবর দখল করার পায়তারা করতে থাকেন। বুধবার বিকেলে জমির মালিক মোঃ নজরুল ইসলাম ও তার বড় ভাই লুৎফর মোল্লা জমি দেখাশোনা করতে গেলে অভিযুক্তরাসহ অজ্ঞাত আরও ৮/১০ জন সস্ত্রাসীরা হাজী আব্দুল বাতেনের নেতৃত্বে লাঠিসোটা,লোহার রড, ধারালো রামদা দিয়ে অতর্কিতভাবে হামলা চালায় তাদের উপর। এসময় সাইফুল আলম জমির মালিক নজরুল ইসলামকে রামদা দিয়ে মাথা কুপিয়ে জখম করেন এবং পকেটে থাকা ৫১ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়া নেয়। এসময় ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা এসে গুরুত আহত অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবিষয় হাজী আব্দুল বাতেনের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন ব্যাস্ত আছি, এইডার মধ্যে আমার দেশের লোক বা আমরা কেউ জরিত না,জরিত হলো দুই গ্রুপটাই বাহিরের। তবে গোপন সূত্রে জানা যায়, হাজী আব্দুল বাতেনের এরকম কর্মকান্ডের বিষয় নতুন কিছু নয়। বাতেন ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। জমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আব্দুল বাতেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, বাতেন বিভিন্ন সময় কন্টাকে অসহায় মানুষের জমি দখল করে থাকে। অভিযোগকারী নজরুলের বড় ভাই এ প্রতিবেদককে অভিযোগ করে বলেন। আমরা জায়গা দেখাশোনা করতে যাওয়ার পথে বাতেন নজরুলকে ডাক দিয়ে বাকবিতন্ডা শুরু করে। একপর্যায় নজরুলকে ধাক্কা দিতে দিতে ওয়ালের কাছাকাছি নিয়ে যায়।তখন নজরুল বাতেনকে থামতে বলায় ওয়ালের ওপর থেকে আলম নজরুলের মাথায় কোপ মারে। আহত অবস্থায় নজরুল ডাকচিৎকার করে মাটিতে পরে যায়।পরে আমি স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহত অবস্থায় নজরুলকে সাভার স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করি। তবে ব্যাপারে ভাকুর্তা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি এ ঘটনার কিছুই জানি না। এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ভুক্তভোগি অভিযোগ দায়ের করেছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share