

স্পেশাল করেসপন্ডেন্ট : মুজাহিদ খাঁন কাওছার
ঢাকার সাভারে ঐতিহাসিক ৭ ই, নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা ১৯, আসনের বিএনপি’র মনোনয়ন পাওয়ায় সাভার পৌর এলাকার তারাপুর মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ঢাকা ১৯ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু আগামী এয়োদশ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পাওয়ায় আবার নির্বাচনে ধানের শীষ মার্কাকে বিজয়ী করতে এবং জনগণকে সাথে নিয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি আরো বলেন মনোনয়ন পাওয়ায় আমি আমার পক্ষ থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে সাভার বাসির পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। তিনি আরো বলেন সাভার ও আশুলিয়ার মাটি বিএনপি’র ঘাঁটি তা প্রমাণ করতে হবে ভোটের মাধ্যমে।
আজ থেকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে আমরা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাব মা বোনদের কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করবো। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব আমাদের লক্ষ্য একটাই আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে হবে।
আগামীর সাভার হবে রোল মডেল সুন্দর সুশৃংখল যেখানে থাকবে না কোনো সন্ত্রাসবাদ হানাহানি মারামারি আমরা এক পরিবার হয়ে চলবো।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি স্থানীয় জেলা পর্যায়ে নেতৃবৃন্দ , সভাপতি খন্দকার শাহ্ মাইনুল হাসান বিল্টু, সঞ্চালনায় বদিউজ্জামান বদীর, আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ কফিল উদ্দিন সাবেক উপজেলা চেয়ারম্যান সাভার উপজেলা, জামাল উদ্দিন সরকার, মোহাম্মদ রেফাত উল্লাহ সাবেক পৌর মেয়র সাভার পৌরসভা, দেওয়ান মোঃ মইনুদ্দিন বিপ্লব , মোঃ গোলাম মোস্তফা, লায়ন মোঃ খোরশেদ আলম সাবেক যুগ্ম সম্পাদক ঢাকা জেলা বিএনপি , মোহাম্মদ আরিফ হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাভার ইউনিয়ন পরিষদ, মোহাম্মদ মনিরুল হক চেয়ারম্যান গ্রাম আদালত বিরুলিয়া ইউনিয়ন পরিষদ ,আরো উপস্থিত ছিলেন সাভার ও আশুলিয়ার সর্বস্তরের নেতৃবৃন্দ ও বিএনপি’র সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।