December 15, 2025, 11:51 am
Logo
শিরোনামঃ
আশুলিয়ায় ফুটপাত হকার মুক্ত করে, ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব এর উদ্যোগে যাত্রী ছাউনি নির্মাণ সাভারে ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শহীদ নূর হোসেন দিবস আজ সাভারে ঐতিহাসিক ৭ ই, নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, সালাউদ্দিন বাবুর পক্ষে আলোচনা সভা  সাভার পৌরসভায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু আশুলিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মান’ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইউএনও গুমের শিকার সুরুজ্জামানের লোমহর্ষক বর্ণনা হিন্দু ধর্মাবলম্বীদেরকে ভোটব্যাংক হিসেবে নয়, সুনাগরিক হিসেবে মূল্যায়ন করে এনসিপি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার আজ মহা অষ্টমী ও কুমারী পূজা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান

নিজস্ব প্রতিনিধি 155
নিউজ আপঃ Wednesday, April 23, 2025

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় সাভার রেডিও কলোনী এলাকায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভায় এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নিপিড়ীত সাংবাদিকদের কল্যাণে স্লোগানকে সামনে রেখে সাভার ও আশুলিয়ায় স্থায়ীভাবে বসবাসরত পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে আত্মপ্রকাশ হওয়া সাভার উপজেলা সাংবাদিক সমিতির আগামী ছয় মাসের জন্য ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জুলাই গণহত্যায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।

সাভার উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক তৃতীয় মাত্রার নিজস্ব প্রতিবেদক সোহেল রানাকে আহ্বায়ক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক আব্দুল্লাহ আল নোমানকে সদস্য সচিব করে ৭ সদস্যের কমিটি চূড়ান্ত করা হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন, আব্দুল মোতালেব (দৈনিক সংগ্রাম) ও আহমেদ জীবন (দৈনিক সকালের সময়)। কমিটির যুগ্ম সদস্য সচিব হয়েছেন দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিবেদক সিদ্দিকুল ইসলাম।

এছাড়াও রাজধানী টিভির মুজাহিদ খাঁন কাওসার ও দৈনিক মুক্ত খবরের জাহাঙ্গীর হোসেন রানাকে নির্বাহী সদস্য করা হয়েছে।

চলতি বছরের ১৪ই ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ করা হয়। মূলধারার গণমাধ্যমে কর্মরত সাভার ও আশুলিয়ায় স্থায়ীভাবে বসবাসকারী পেশাদার সাংবাদিকদের নিয়ে এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। যেখানে সদস্যদের পেশাগত মানোন্নয়ন ও নিপীড়িত সাংবাদিকদের কল্যাণই মূল লক্ষ্য হবে।

পেশাদার সাংবাদিকদের নানা প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এ সংগঠন কাজ করবে। পাশাপাশি দেশের অন্যান্য সাংবাদিকদের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম হবে সাভার উপজেলা সাংবাদিক সমিতি। ধারাবাহিকভাবে সদস্যদের পেশাগত নিরাপত্তা ও নেটওয়ার্ক গড়ে তোলার জন্য কাজ করবে এই প্লাটফর্মটি।

আত্মপ্রকাশের পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি সাভার উপজেলা সাংবাদিক সমিতির সভায় নতুন সদস্য আহবানের সিদ্ধান্ত হয়। সে মোতাবেক গুগল ফ্রমে এখন পর্যন্ত ২০৪ জন গণমাধ্যম কর্মী সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share