December 16, 2025, 8:34 pm
Logo
শিরোনামঃ
আন্তর্জাতিক মানবাধিকার দিবসঃ ১০ ডিসেম্বর দিচ্ছে ডাক, মানবাধিকার মুক্তি পাক। আশুলিয়ায় ফুটপাত হকার মুক্ত করে, ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব এর উদ্যোগে যাত্রী ছাউনি নির্মাণ সাভারে ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শহীদ নূর হোসেন দিবস আজ সাভারে ঐতিহাসিক ৭ ই, নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, সালাউদ্দিন বাবুর পক্ষে আলোচনা সভা  সাভার পৌরসভায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু আশুলিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মান’ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইউএনও গুমের শিকার সুরুজ্জামানের লোমহর্ষক বর্ণনা হিন্দু ধর্মাবলম্বীদেরকে ভোটব্যাংক হিসেবে নয়, সুনাগরিক হিসেবে মূল্যায়ন করে এনসিপি
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি মেলা ২০২৫ উদ্বোধন।

মুজাহিদ খাঁন কাওছার : বিশেষ প্রতিনিধি 81
নিউজ আপঃ Saturday, May 31, 2025

সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি মেলা ২০২৫ রোববার (২৫ মে) সকাল ১০ টায় ভূমি মেলা ২০২৫” এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বকর সরকার প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনীতে ৩ টি ভূমি অফিস মেলায় অংশগ্রহণ করে সাধারণ জনগণের সেবা প্রদান করতে থাকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জহিরুল আলম, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হক বিল্টু আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি ) সাদিয়া আকতার সাভার অফিসের সার্ভেয়ার জিয়া হোসেন , ক্যাশিয়ার সোবহানসহ অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর সার্টিফিকেট পেশকারসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা সদর সহকারী কমিশনার( ভূমি) মোঃ জহিরুল আলম বলেন, ভূমি সেবা কে প্রান্তএলাকায় পৌঁছে দেয়ার লক্ষ্যেই এই ভূমি মেলা। এই মেলা তিন দিনব্যাপী চলবে গ্রামেগঞ্জের অনেক মানুষ উপকৃত হবে।

“ভূমি মেলা ২০২৫ আজ থেকে শুরু হয়েছে এবং এটি আগামী তিন দিনব্যাপী চলবে। ভূমি সংক্রান্ত সকল ডিজিটাল ও সরাসরি সেবা আমরা জনগণের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বকর সরকার বলেন, আমি সাভার বাসিকে আহ্বান জানাই— আপনারা সকলে এসে ফ্রি সেবা গ্রহণ করুন।”

সকালে ভূমি অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়, যা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার ভূমি অফিসে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, স্থানীয় নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মেলায় নাগরিকরা ভূমি সংক্রান্ত খতিয়ান উত্তোলন, নামজারি, মিউটেশন, পর্চা প্রাপ্তি, অনলাইনে আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল সেবা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। উল্লেখ্য উদ্বোধনী মেলায় ৩ টি ভূমি অফিস বাগধুনিয়া ইউনিয়ন ভূমি অফিস, ফুলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে সেবা কার্যক্রম চলমান।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share