রাজবাড়ীর বালিয়াকান্দিতে সুদে টাকা পরিশোধ করেও মিথ্যা মামলা মাথায় নিয়ে দ্বারে দ্বারে ঘুরছে এক ব্যবসায়ী। শনিবার সকালে বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন, ইলিশকোল গ্রামের বাসিন্ধা ও বালিয়াকান্দি বাজারের ব্যবসায়ী আবুল বাশারের ছেলে আসাদুজ্জামান।
তিনি লিখিত অভিযোগে বলেন, নগদ ডিস্ট্রিবিউশন হাউজের শেখ এন্টার প্রাইজের সত্বাধিকারী পাংশা উপজেলার কোড়াপাড়া গ্রামের শেখ ফেরদৌস আহম্মেদ রনির নিকট ১০লক্ষ ও ৭ লক্ষ টাকার বিপরীতে ৮ মাসে তাকে ১৬ লক্ষ ৮৫ হাজার টাকা পরিশোধ করা সত্বেও তিনি অসাদুপায় অবলম্বন করে চেক ফেরত না দিয়ে ১০ লক্ষ ও ৭লক্ষ টাকার দু,টি পৃথক মামলা দায়ের করেছেন। ওই সতের লক্ষ টাকার জন্য প্রতিদিন লাখে ৬ শত টাকা অর্থাৎ ৬ হাজার ৮শত টাকা সুদ প্রদান করতে হতো।
তাদের চড়া সুদে টাকা জোগার করতে বাধ্য হয়ে রাজবাড়ী সজ্জনকান্দার মৃত জুলফিকারুল হকের ছেলে রফিকুল হক উজ্জলের নিকট থেকে ৩লক্ষ টাকা গ্রহণ করি। তাকে লাখে প্রতিদিন ১ হাজার টাকা অর্থাৎ ৩লাখে ৩ হাজার টাকা করে মাসে ৯০ হাজার টাকা সুদ প্রদান করি। ৮ মাসে তাকে ১২লক্ষ ১৫ হাজার টাকা প্রদান করার পরও সে ২৬ লক্ষ টাকার চেক ডিজঅনার মামলা দায়ের করেছেন। রনি ও উজ্জলের চড়া সুদের টাকা জোগাড় করতে নিরুপায় হয়ে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের নুরুল ইসলামের ছেলে ফজলে রাব্বী মিয়ার নিকট থেকে এক লক্ষ টাকা গ্রহণ করে এক বছরে ৫লক্ষ ১৮ হাজার টাকা সুদ দেওয়ার পরও সে চেক ফেরত না দিয়ে ৬লক্ষ টাকা মিথ্যা ও বানোয়াটি ভাবে দাবি তুলে বালিয়াকান্দি বাজার বণিক সমিতির নিকট অভিযোগ দায়ের করেছেন।
তিনি আরো বলেন, তিন ব্যাক্তির ২৬ লক্ষ, ১৭ লক্ষ ও ৬লক্ষ টাকার সুদ দিতে আমি ব্যর্থ হওয়ায় তারা প্রতিনিয়ত আমাকে জীবন নাশের হুমকি দিচ্ছে। কেউ কিডনী বিক্রি করে টাকা উশুল করবে, আবার কেউ বাড়ি-ঘর দখল করবে বলে হুমকি দিয়ে আসছে। সুদের টাকা দিতে গিয়ে এখন আমি নিঃস্ব। আমার শেষ সম্বল ব্যবসা প্রতিষ্ঠানটিও বিক্রি করে এখন কর্মচারী হিসেবে নিদারুন অবস্থায় আমার দিন চলছে।
এ পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার আকুল আবেদন এইযে, রাষ্ট্রের একজন অসহায় নাগরিকের পাশে দাড়ান। আমাকে ও আমার পরিবারকে বাঁচান। তানাহলে ওরা আমাকে মেরে ফেলবে, নতুবা ওদের ষড়যন্ত্রে আমাকে সারাজীবন আইনী মারপ্যাচে জেল খাটতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র আপনিই পারেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে আমাকে বাঁচাতে। আমি এ বিষয়ে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করি।