January 16, 2026, 11:32 pm
Logo
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‘আশুলিয়ার বাইদগাওয়ে জমি সংক্রান্ত বিরোধ, বসতবাড়িতে তালা ও মারধরের অভিযোগ উঠেছে’ আন্তর্জাতিক মানবাধিকার দিবসঃ ১০ ডিসেম্বর দিচ্ছে ডাক, মানবাধিকার মুক্তি পাক।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

লাড়িবাড়ি বাজারের জমি ও ঘর দখল,নেপত্থে প্রভাব শালী মহল

নিজস্ব প্রতিনিধি 410
নিউজ আপঃ Monday, April 26, 2021

রাজবাড়ীর কালুখালি উপজেলার সাওরাইল ইউনিয়নের অন্যতম হাট লাড়িবাড়ি বাজারের মোঃআব্দুল মমিনের ব্যাবসায়ী ঘর দখলের অভিযোগ উঠেছে। আব্দুল মমিন উপজেলার মৃগী ইউনিয়নের হেমায়েতখালির বাসিন্দার।

অভিযুক্ত আব্দুল মমিন বলেন, ২০০৬ সালে সাইদ হাসানের কাছ থেকে  ১.৫০ শতাংশ জমি ক্রয় করে সেখানে দোকান ঘর তুলে ব্যবসা করে আসছিলাম দীর্ঘ দিন। কিন্তু হঠাৎ লাড়িবাড়ি গ্রামের আতিন ও মতিন চেয়ারম্যানের সহযোগিতায় দোকান ঘর দখল করে নেয়। শুধু তাই নয় তিনি আরও জানান ১৯৯৯ সালে আতর বিশ্বাসের কাছ থেকে  ৩.৫ শতাংশ জমি (দাগ নং-৩০৭/১০৯৯) খরিদ করি তবে সেখান থেকে সোয়া দুই শতাংশ জমি বিক্রি করে দেই। কিন্তু বাকি জমি ও দখল করে নিয়েছে আমান মন্ডল।
জমির মালিক আব্দুল মমিন আরও বলেন, ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম উক্ত অভিযোগের পেক্ষিতে দরখাস্তের ভিত্তিতে অভিযুক্তদের নোটিশ দেওয়া হয় তবে তারা উপস্থিত হয় নি।
শুধু তাই নয় তৎকালিন কালুখালি থানার অফিসার ইনচার্জ  ওসি আব্দুল আজিজ বর্তমান চেয়ারম্যান কে ডেকে অভিযোগ কারির জমি বুঝিয়া দিতে বলেন তবুও তার সুরাহা করে নাই চেয়ারম্যান।
তবে বর্তমানে ওসি মোহাম্মদ মাসুদুর রহমান অভিযোগের ভিত্তিতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আতিউর রহমান (নবাব) ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খায়ের উপর ভার দেন সমাধানের জন্য। তবে অভিযুক্ত কারীরা বার বার গড়িমসি করছে সমাধানের ব্যাপারে।
অভিযোগ কারী আব্দুল মমিন বলেন চেয়ারম্যান আলীর আশ্রয় প্রশ্রয়ে আতিন, মতিন ও আমান আমার জমি দখল করে রেখেছে। আমার বাড়ি লাড়িবাড়ি বাজার থেকে দূরে অথ্যাথ অন্য ইউনিয়নে হওয়ায় চেয়ারম্যান ইন্দন দিয়ে আমার জমি দখল করে রেখেছে।
আব্দুল মমিন আরও বলেন, চেয়ারম্যান শহিদুল ইসলাম আলীর অনেক রেকর্ড আছে তিনি শালিস করতে গিয়ে নিজেই জমি দখল করে নিয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share