বিট পুলিশিং কার্যক্রম জোড়দার করণের লক্ষে রাজবাড়ী জেলার ৫টি উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে সচেতনতা সৃষ্টির কার্যক্রম শুরু করেছে থানা পুলিশ।
জানাগেছে, রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর, গোয়ালন্দ, কালুখালী, বালিয়াকান্দি ও পাংশা থানা এলাকায় শুক্রবার জুম্মার নামাজের সময় খুৎবার পুর্বে মুসল্লীদের মাঝে ৯৯৯, ভাড়াটিয়াদের তথ্য, মাদক ব্যবসায়ী, সাইবার ক্রাইম, সিসি ক্যামেরা স্থাপন, গুজব, কিশোর গ্যাং, মাস্ক ব্যবহার এবং জঙ্গী সম্পর্কে জনসচেতনামূলক বক্তব্যে প্রদান করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান উপজেলার নারুয়া মসজিদে মুসল্লীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের সচেতনতা সৃষ্টির লক্ষে বক্তব্যে প্রদান করেন। এছাড়াও সংশ্লিষ্ট বিট পুলিশিং কর্মকর্তারা বিভিন্ন মসজিদে যান।
কালুখালী থানা এলাকার বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের সময় খুতবার পূর্বে মসজিদের মুসল্লীদের মাঝে ৯৯৯, ভাড়াটিয়াদের তথ্য, মাদক ব্যবসায়ী, সাইবার ক্রাইম, সিসি ক্যামেরা স্থাপন, গুজব, কিশোর গ্যাং, মাস্ক ব্যবহার এবং জঙ্গী সম্পর্কে জনসচেতনা মূলক ব্যক্তব্য প্রদান করেন কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ আব্দুল গনি সহ দায়িত্বপ্রাপ্ত বিট অফিসারগণ।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, বিট পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করতে মুসল্লীদের মাঝে ৯৯৯, ভাড়াটিয়াদের তথ্য, মাদক ব্যবসায়ী, সাইবার ক্রাইম, সিসি ক্যামেরা স্থাপন, গুজব, কিশোর গ্যাং, মাস্ক ব্যবহার এবং জঙ্গী সম্পর্কে জনসচেতনা মূলক বক্তব্য প্রদান করা হয়। এতে করে পুলিশী সেবা জনগণের দ্বোরগোড়ায় পৌছে দিতে আরো সহজ হবে।