যশোর সদর উপজেলার প্রেসক্লাব রূপদিয়া’র সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন সানির উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় উপজেলার রূপদিয়া বাজারে সাংবাদিকদের মানববন্ধন এবং কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের।
সূত্রমতে বুধবার রাত ১১ টার দিকে যশোর শহর থেকে পেশাগত দ্বায়িত্ব পালন শেষে বাড়ী ফেরার পথে রুপদিয়া বাজারে পৌছালে পুর্ব পরিকল্পিত ভাবে কিবরিয়া, আল আমিন, মোস্তফা ইউছুফ, বদিয়ার সহ তারা দল বদ্ধ হয়ে অতর্কিত হামলা করে। সেসময় সানির পকেটে থাকা ২৩,৫০০ টাকা, সাংবাদিকতার আইডি কার্ড ছিনিয়ে নেয়। তখন সানি ও তার ছোট ভাই জনির চিৎকারে বাজারের লোকজন ছুটে এলে হামলাকারিরা পালিয়ে যায।
প্রেসক্লাব রুপদিয়ার সাংবাদিকরা ঐ রাতেই সানিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সানির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কারণে জখম হয়েছে। জানা যায়, এ ঘটনায় যশোর কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। প্রেসক্লাব রুপদিয়ার সহ- সাধারণ সম্পাদক সাংবাদিক সানি’র উপর হামলার ঘটনায় অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন যশোরের বিভিন্ন সাংবাদিক সংগঠন। প্রেসক্লাব রূপদিয়ার উপদেষ্টা আলমগীর কবির, সভাপতি রবিউল খান, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, সহ-সভাপতি আকতারুজ্জাামান, কোষাধাক্য শাহীন আলম, দপ্তর সম্পাদক কামরুজ্জামান নয়ন, প্রচার সম্পাদক ইমরান খান, সদস্য আজিম বিশ্বাস, মাসুদ পারভেজ, আজিজুর রহমান, রিয়াজ উদ্দিন তুহিন, অব্দুল মজিদ, শান্ত, আলামিন সহ অন্যান্য নেতৃবৃন্দ হামলার ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তাজুল ইসলাম বলেন, বিষয়টি আমলে নিয়ে তদন্ত চলছে। দ্রুত জড়িতদের শনাক্ত ও আটকে পুলিশ কাজ করছে।