

ইব্রাহিম খলিল , সাভার প্রতিনিধি
সাভার রাজাশন কলাবাগান ক্লাব জুনিয়র মিনিবার ফুটবল টুর্নামেন্ট আসর-১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল” এই প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে শুক্রবার রাতে সাভারের রাজাশন কলাবাগান মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্ট আসর-১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া অনুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ওহাব আলী। সঞ্চালনা করেন পাইনার কোচিং সেন্টার এর প্রতিষ্ঠাতা প্রধান মেহেরাব হোসেন আশিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া অনুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোঃ সেলিম মিয়া।
এসময় প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ সেলিম মিয়া জানান এই দেশটা যাতে মাদক মুক্ত থাকে এবং স্কুলের এই ছেলে মেয়েরা যেন পড়ালেখা এবং খেলাধূলা নিয়েই ব্যস্ত থাকে। এছাড়াও অন্যান্য বক্তারা জানান বর্তমান প্রজন্ম যুবসমাজ যারা আছে তাদেরকে আমরা ব্যতিক্রমধর্মী বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা উৎসাহিত করে থাকি।
মিনিবার ফুটবল টুর্নামেন্ট আসর-১ এর ফাইনাল খেলায় রাজাশন ব্রাদার্স ক্লাব বনাম তানভীর একাদশ দল অংশগ্রহণ করে। উভয় দলের মধ্যে হাট্রাহাট্রি লড়াইয়ের মাধ্যমে রাজাশন ব্রাদার্স ক্লাব ২-১ গোলে তানভীর একাদশ দলকে পরাজিত করে। পরে উভয় দলের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও অত্র ওয়ার্ড এর কাউন্সিলর প্রার্থী মেহেদী রানা শহীদ। ক্রীড়া অনুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রফিকুল ইসলাম সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ ও খেলা প্রেমী শতশত জনগণ। মিনিবার ফুটবল টুর্নামেন্ট আসর-১ এর ফাইনাল খেলাটি পরিচালনা করেছে আল আমিন,অভি,বিজয় সহ অন্যান্যরা।