মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আগামী মার্চ মাসের মধ্যে শতভাগ বিদ্যুৎ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পল্লী বিদ্যুতের উদ্যোগে আলোর ফেরিওয়ালা শীর্ষক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। ১৯ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে এর নেতৃত্বে র্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মিজানুর রহমান চকদার, ডিজিএম মোঃ মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক মধু, সাংবাদিক মোহা. অলিদ মিয়া, বিদ্যুৎ কর্মকর্তা আব্দুস সামাদ প্রমুখ।
নোয়াপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোশারফ হোসেন বলেন, আগামী মার্চ মাসের মধ্যে মাধবপুর উপজেলাকে শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমরা আলোর ফেরিওয়ালার মাধ্যমে তাৎক্ষণিক গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ স্থাপন করে যাচ্ছি। আজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে আলোর ফেরিওয়ালার মাধ্যমে ১৬টি মিটার স্থাপন করা হয়েছে।