মাধবপুর প্রতিনিধি: নিরাপদ, নিয়মিত ও মান সম্মত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে সংবাদ সম্মেলন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলন ও সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বলেন, দক্ষতা ও ভাষা জ্ঞান না থাকায় অনেক শ্রমিক বিদেশে গিয়ে বিপদগ্রস্ত হন। তাই প্রতিটি নাগরিক ভাষা ও কারিগরি দক্ষতা নিয়ে বিদেশে যাওয়া প্রয়োজন এবং সরকারি নীতিমালা মেনে বিদেশ যাওয়া উচিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ, প্যানেল মেয়র দুলাল খা, উপজেলা প্রকৌশলী জুলফিকার চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, শিক্ষিকা উম্মে কুলসুম বিথি, মহিলা মেম্বার শ্যামলী রানি দেব, প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহাম্মেদ, সেক্রেটারি সাব্বির হাসান, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন রনি, মো. আইয়ুব খান, জামাল মো. আবু নাছের, হিরেশ ভট্টাচার্য,বিপ্লব আচার্য্য সুজন,আবুল হোসেন সবুজ,পে আলমগীর কবির প্রমুখ।