মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে করুনার দোহাই দিয়ে নিত্য পন্য সামগ্রীর দাম বাড়ছে।খেটে খাওয়া সাধারণ মানুষ পড়েছে বিপাকে।
এ ব্যপারে সাংবাদিক তথা সুশীল সমাজের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্টেটাস দিয়ে যাচ্ছে।
সাংবাদিক আয়ূব খান লিখেছেন “কতিপয় ব্যবসায়ী এত অমানবিক লোভী হয় কি করে? যে কোন দুর্যোগ দেখা দিলেই জিনিষপত্রের কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়িয়ে দেয়।মানুষ কত টুকু হীন নিচ হলে এটা করতে পারে? দেশে প্রচুর খাদ্য সহ নিত্য প্রয়োজনী জিনিষপত্রের সরবরাহ রয়েছে এর পরও দাম বাড়ানোর ষড়যন্ত্র ছলছে।ব্যবসা কিন্তু একটা সেবা মনে রাখতে হবে।
তবে মুনাফাখোরি, মজুদদারি কিন্তু অপরাধ।তোমরা যারা ব্যবসার নামে জনগনের সাথে প্রতারণা করছ এতে তোমরা সবার কাছে অমানুষ হিসেবে বিবেচিত হবে।এখন থামাম দুনিয়ায় একটা মানবিক সংকট ছলছে। আমরা শ্রেষ্ট হলেও এখনো আমরা পরাজিত।অতএব শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে আরো লড়াই করতে হবে।”
মাধবপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাব্বির হাসান আকাশ লিখেছে”এই মূহু্র্তে বাজার মনিটরিং খুবই গুরুত্বপূর্ণ। অসাধু ব্যবসায়ীরা তাদের স্বভাব দেখাতে শুরু করেছে।”
আলাউদ্দীন আল রনি লিখেছেন”করোনা ভাইরাসের দোহাই দিয়ে এক শ্রেনীর ব্যবসায়ী অহেতুক দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করে চলেছে।প্রশাসন এ বিষয়ে দেয়ার জন্য আহবান জানাচ্ছি।”
এ ছাড়া আরো অনেকে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বাজারের পন্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহবান জানান।