প্রতিবছরের ন্যায় এবারও দেশব্যাপী এসএসসি-03 ও এইচএসসি -05 সহপাঠীদের নিয়ে ‘ব্যাচমেটস্ 0305 ক্রিকেট ব্লাস্ট -24’ র্টুনামেন্ট মাঠে গড়িয়েছে। গত ১৩ ডিসেম্বর প্রতিযোগিতার চতুর্থ আসরের পর্দা উঠেছে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজ মাঠে। যেখানে সারা দেশ থেকে ২৪টি দল অংশ গ্রহণ করেছে। ইতোমধ্যে আসরটির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে অদম্য সাভারসহ আরও সাতটি টিম।
গত ১৬ ই ডিসেম্বর বিজয় দিবসে দ্বিতীয় রাউন্ডের শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ রানে শক্তিশালী বরিশাল টাইফুনকে পরাজিত করে। প্রথমে টসে জিতে অদম্য ব্যাট করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা ১৩৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে শাহাদাত হোসেন দিপু ১৮ বলে ঝড়ো ৫৮ রান ও রাকিব ২২ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। বরিশাল টাইফুনের পক্ষে নাঈম সাদাত ৩৯ বলে ১০০ রান করলেও দলের হার এড়াতে পারেনি। অদম্য সাভারের পক্ষে মো. আব্দুস সবুর খান স্বপন ২৪ রানে ২ উইকেট লাভ করেন। অসাধারণ ঝড়ো ইনিংস খেলার জন্য শাহাদাত হোসনে দিপু ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন।
আগামী ২০ ডিসেম্বর সকাল ৭.৩০ ঘটিকায় কোয়ার্টার ফাইনাল ম্যাচে নারায়নগঞ্জ অ্যাশেস এর মুখোমুখি হবে সাভার অঞ্চলের এই দলটি। আগামী ২৫ ডিসেম্বর ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে এবারের ‘ব্যাচমেটস্ 0305 ক্রিকেট ব্লাস্ট -24’ টুর্নামেন্টের।