আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর পৌরসভার মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল করোনায়, আক্রান্ত হয়েছেন ।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মুহতারিমা নূর-ই-হাসীন সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল সোমবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো নমুনায় মঙ্গলবার সন্ধ্যায় তার রিপোর্ট পজিটিভ আসে।
করোনার শুরু থেকে বিরামপুর ফ্রন্ট লাইনে থেকে কাজ করে যাচ্ছিলেন মেয়র। ব্যক্তিগতভাবে, পৌরসভার পক্ষ থেকে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছিলেন। এছাড়াও করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে নিয়মিত খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন তিনি। শহরবাসীকে সচেতন রাখতে নিয়মিত মাইকিং, বিভিন্ন স্থান ঘুরে ঘুরে সামাজিক দূরত্ব নিশ্চিত করেছেন তিনি। দিয়েছেন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে।
উল্লেখ্য, গত রোববার (২৬ জুলাই) মেয়র এর স্ত্রী, সন্তানসহ পরিবারের আরো ১৬ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এই বিভাগের আরও খবর....