January 31, 2026, 7:55 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বালিয়াকান্দিতে লন্ডন প্রবাসী বাবু লিটন কুমার বিশ্বাসের অর্থায়নে কম্বল বিতরণ

আবুল কালাম আজাদ, নিজস্ব প্রতিনিধি 259
নিউজ আপঃ Thursday, January 21, 2021

রাজবাড়ীর বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নের বন্যাতৈল গ্রামের, বন্যাতৈল শ্যামা মন্দির ও সার্বজনিন কার্তানী মন্দির প্রাঙ্গনে, বর্তমান চেয়ারম্যান বাবু নৃপেন্দ্রনার্থ বিশ্বাস এর জ্যোষ্ঠ সন্তান লন্ডন প্রবাসী বাবু লিটন কুমার বিশ্বাস( উৎপল) এর নিজেস্ব অর্থায়নে জঙ্গল ইউনিয়নের ,জঙ্গল, অলঙ্কাপুর, রাশখোলা, সমাধীনগর, পোটরা, সাধুখালী,বলাকুন্ডু,কুশ্যামলারে ৩৫০ জন দুস্থ অসহয় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন।

এতে উপস্থিতি ছিলেন বাবু অনুপ কুমার বিশ্বাস,সুদয়ঞ্জন বিশ্বাস,উৎপল বিশ্বাস,নিতাই ম-ল,দিপঙ্কর বিশ্বাসসহ আরো অনেকে। কম্বল পেয়ে সবাই খুশি। বন্যাতৈল গ্রামের শীতবস্ত্র পাওয়া বিনোদ বিশ্বাস বলেন এই কনকনে শীতে আমরা শীতবস্ত্র কম্বল পেয়ে খুশি, অন্তত হলেও শীত নিবারণের ব্যবস্থা হলো।

চরপোটরা গ্রামের কমল সরকার বলেন মানুষের পাশে বাবু  উৎপল বিশ্বাস যেন এভাবে আমাদের পাশে থাকেন সবসময় । এছাড়াও বাবু লিটন কুমার বিশ্বাস( উৎপল) এর নিজেস্ব অর্থায়নে জঙ্গল ইউনিয়নে বিভিন্ন এলাকার ১৪টি গীতাস্কুল চলে যার ছাত্রছাত্রী সংখ্যা ৮০০ শতাধীক রয়েছেন। তিনি এইসব স্কুলের শিক্ষক কর্মচারীদের দেখভাল নিজেই করেন। জঙ্গল ইউনিয়ন যুবসংঘ ক্লাব তার অর্থায়নে চলে,এছাড়াও এলাকায় মন্দির,খেলাধুলা ও ধর্মীয় অনুষ্ঠানসহ এলাকার গরীব দুখী মানুষের মাঝে সকল প্রাকার আর্থিক সহোযোগিতা করে থাকেন এবং সামাজিক উন্নয়নে ব্যাপক ভুমিকা পালন করেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share