রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রীতে ফরাজী হাসপাতালের সামনে ট্রাকের ধাক্কায় মো. সাইফুল ইসলাম (৩৬) নামের এক মোটরবাইক আরোহী নিহত হয়েছেন। নিহত সাইফুল ইউএস বাংলা এয়ারলাইন্সে কর্মরত ছিলেন।
গত রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আইয়ুব আলী সরদার জানান, আমার ছেলে ইউএস-বাংলা এয়ারলাইন্সে কর্মরত। রাতে ডিউটি শেষে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে ফরাজী হাসপাতালে আসামাত্রই একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। প্রথমে তাকে উদ্ধার করে ফরাজী হাসপাতালে নেয়া হয়। ওইখান থেকে আমাদের খবর দিলে আমরা এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল উত্তর পাড়া গ্রামে তাদের বাড়ি। বর্তমানে ডেমরার আমতলা স্টাফ কোয়ার্টারে পরিবার নিয়ে থাকতেন।
নিহত সাইফুল এক ছেলের জনক ছিলেন। স্ত্রী মোছা. সাবিনা আক্তার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।