January 14, 2026, 8:15 am
Logo
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‘আশুলিয়ার বাইদগাওয়ে জমি সংক্রান্ত বিরোধ, বসতবাড়িতে তালা ও মারধরের অভিযোগ উঠেছে’ আন্তর্জাতিক মানবাধিকার দিবসঃ ১০ ডিসেম্বর দিচ্ছে ডাক, মানবাধিকার মুক্তি পাক।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পাংশায় ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ 

এ কে আজাদ রাজবাড়ীঃ 461
নিউজ আপঃ Tuesday, October 26, 2021

রাজবাড়ীর পাংশায় গনি মোল্লা(৬৫) নামের এক বৃদ্ধ কর্তিক সাত বছরের মক্তব পড়ুয়া ছাত্রী ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত গনি মোল্লা পাংশা পৌর শহরের ৫নং ওয়ার্ডের পশ্চিম কুরাপাড়া গ্রামের মৃত. গ্যান্দা মোল্লার ছেলে।
এ ঘটনায় ভিকটিমের মা বলেন, সকাল সাড়ে দশটার দিকে আমার মেয়ে বাড়ীর টিউবওয়েল উপর থালা বাটি পরিস্কার করেছিল। এমন সময় প্রতিবেশি লম্পট গনি মোল্লা আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করতে থাকে। আমার মেয়ের চিৎকার শুনে দৌড়ে এসে লম্পট গনি মোল্লাকে হাতে নাতে ধরি। এমন সময় গনি মোল্লা ইট দিয়ে আমার পিঠে সজোরে আঘাত করে পালিয়ে যায়। পরে আমার মেয়েকে চিকিৎসার জন্য পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রোগ্রাম  অফিসার ইমন আরেফিন বলেন, আমরা জরুরী বিভাগ থেকে চিকিৎসার মধ্যে ধর্ষণচেষ্টার সত্যতা পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাংশা মডেল থানায় তথ্য পেরণ করা হবে।
এঘটনায় গনি মোল্লার বাড়ি গেলে তাকে পাওয়া যায়নি,  এ সময় তার ছেলে সালাম মোল্লার স্ত্রী মোছা. জাহানারা বেগম (৩৫) সাথে কথা হলে তিনি বলেন, এই ঘটনার পর থেকেই আমার শ্বশুর বাড়ী আসে নাই। আমরা তার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি। মুঠোফোনটি বন্ধ রয়েছে।
এ ঘটনায় ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. তজুল ইসলাম বলেন, ঘটনাটি আমি সুনেছি। ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। আমি হাসপাতালে গিয়ে মেয়েটাকে দেখেছি এবং তাৎক্ষণিক পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে বিষটি অবগত করেছি।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share