পঞ্চগড় প্রতিনিধি:- পঞ্চগড়ে স্বাস্থ্যবিধি না মানায় বুধবার (২০মে) সকাল ১০ টা থেকে পঞ্চগড়ে বিপনী-বিতান,জুতা ও কসমেটিক্স এর দোকানাট বন্ধ ঘোষণা করেছে পঞ্চগড় জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক জরুরী সভায় করোনার বিস্তার ঠেকাতে এ সীদ্ধান্ত গ্রহন করে পঞ্চগড় জেলা প্রশাসন।
জরুরী সভায় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান,স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে সীমিত আকারে বিপনী-বিতান,জুতা ও কসমেটিক্স এর দোকানপাট সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
কিন্তু ক্রেতা ও বিক্রেতারা এ নির্দেশনা না মানায় আজ ব্যবসায়ীদের সাথে জরুরী সভা করে আবারো বিপনী-বিতান,জুতা ও কসমেটিক্স এর দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
করোনার বিস্তার রোধে আগামীকাল বুধবার (২০মে) সকাল ১০ টা থেকে পঞ্চগড়ে বিপনী-বিতান,জুতা ও কসমেটিক্স এর দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে নিত্য প্রয়োজনীয় দোকান সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে সভায় জানানো হয়।
এসময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান,পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী,পঞ্চগড় চেম্বারের সভাপতি মোঃ শরিফ হোসেন,পঞ্চগড় বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল আলিমসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।