November 28, 2025, 9:06 am
Logo
শিরোনামঃ
আশুলিয়ায় ফুটপাত হকার মুক্ত করে, ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব এর উদ্যোগে যাত্রী ছাউনি নির্মাণ সাভারে ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শহীদ নূর হোসেন দিবস আজ সাভারে ঐতিহাসিক ৭ ই, নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, সালাউদ্দিন বাবুর পক্ষে আলোচনা সভা  সাভার পৌরসভায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু আশুলিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মান’ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইউএনও গুমের শিকার সুরুজ্জামানের লোমহর্ষক বর্ণনা হিন্দু ধর্মাবলম্বীদেরকে ভোটব্যাংক হিসেবে নয়, সুনাগরিক হিসেবে মূল্যায়ন করে এনসিপি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার আজ মহা অষ্টমী ও কুমারী পূজা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

নৌকার হাল ধরতে মাঠে নেমেছে সাবেক ছাত্রলীগ নেতা সুজন মোল্লা

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 298
নিউজ আপঃ Friday, October 8, 2021
চেয়ারম্যান প্রার্থী সুজন মোল্লা

পটুয়াখালীর কলাপাড়া সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো.মাহমুদুল হাসান সুজন মোল্লা। ইতিমধ্যে তিনি বিভিন্ন রকম সামাজিক, রাজনৈতিক কর্মকান্ড এবং বিভিন্ন দিবসকে কেন্দ্র করে সরব রয়েছেন নির্বাচন মাঠে। প্রতিদিনের কর্মকান্ডের অংশ হিসাবে বৃহস্পতিবার দিনভর টিয়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় শেষে রাত ৮টায়  কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে আসন্ন টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাবার আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময়কালে উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি সুজন মোল্লা বলেন আমি শোসক হতে চাইনা, জনগনের সেবক হতে চাই। এলাকার প্রতিটি মানুষ এখন পরিবর্তন চায়।  সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রলীগের রাজনীতি সুবাদে চার দলীয় জোট বিএনপি জামায়াত সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহু মামলা ও হামলার শিকার হয়েছি। আওয়ামীলীগের দু:সময়ে সহযোগী সংগঠনের কর্মী হিসাবে সংক্রিয় ভূমিকা পালন করেছি।

সাবেক এ ছাত্র নেতা ১৯৯৪ সালে কলাপাড়া উপজেলা শাখার ছাত্রলীগ সদস্য থেকে ছাত্র রাজনীতিতে হাতে খড়ি। এর পর ১৯৯৯ সালে সাংগঠনিক সম্পাদক, ২০০৩ সালে সাধারণ সম্পাদক, ২০১০ সালে সভাপতি নির্বাচিত হয়ে দক্ষতার সাথে সংগঠনের সকল কার্যক্রম সফলভাবে পালন করেছে। ২০১১ সালে ২নং টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে জেলার সর্বকনিষ্ট চেয়ারম্যান নির্বাচিত হই। আমার দায়িত্বকালে টিয়াখালী ইউনিয়নে সন্ত্রাস চাঁদাবাজি, ভূমিদস্যু,শালিস বানিজ্য বন্ধ ও সরকারি খাল দখল মুক্ত ছিল। আমার নিজ এলাকায় মোল্লাবাড়ি পূর্ব টিয়াখালী প্রাথমিক রেজিস্টার্ড বিদ্যালয়, ও আলহাজ্ব মাহবুবুর রহমান রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ শিক্ষা প্রতিষ্ঠান দুইটি সরকারিকরণ করেন। এছাড়া তিনি নিজ এলাকায় পূর্ব টিয়াখালী কাদরিয়া দ্বীনিয়া কমপ্লেক্স, শিকদার বাড়ি কাদরিয়া দ্বীনিয়া কমপ্লেক্স ও জামে মসজিদ প্রতিষ্ঠা করেন।

এছাড়া করোনাকালীন সময় এলাকায় অসহায় মানুষর পাশে থেকে সাহায্য সহযোগিতা করেছে। । অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানবতা জননী দেশ রত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনারবাংলা গড়ার সংগ্রামে জীবন বাজী রেখে কাজ করে যাবেন বলে তিনি জানিয়েছেন।

এ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাজাদা মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ মোল্লা, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যসহ  টিয়াখালী ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share