রাজবাড়ীর পাংশা পৌরসভা এলাকার কুলটিয়া ডাঙ্গিপাড়ায় মলিনা খাতুন (২৮) (স্বামী মজিদ মোল্লা) নামের আওয়ামী লীগের এক কর্মীর স্ত্রীকে শারীরিক নির্যাত করেছে প্রতিপক্ষের হামলাকারীরা। তিনি বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এই হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার ও আহত মলিনা খাতুন ও বুলবুলি খাতুনকে (৪০) এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সহায়তায় তৎক্ষনাৎ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করা হয়।
হামলার বিষয়ে মলিনার ভাই মুকুল হোসেন (৩১) জানায়, আমার বোন এবং তার স্বামী মজিদ মোল্লা ধান রোপনের জন্য আমাদের বাড়িতে আসে। ঘটনার দিন পাংশা পৌরসভা নির্বাচনী পরবর্তী বিষয়কে কেন্দ্র করে আমার বোন ও পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের গোলাব কিবরিয়া ও তার লোকজন। এতে করে আমার বোনের গর্ভে থাকা নবজাতকের উপর আঘাত আসে এবং গর্ভপাত হয়।
এ বিষয়ে আহত মলিনা খাতুন সাংবাদিকদের বলেন, গোলাম কিবরিয়ার (পিতা ওহেদ মন্ডল) ও তার পরিবারের লোকেরা এসে আমাকে ধরে শারীরিক আঘাত করে। কিবরিয়া ও তার স্ত্রী শামিমা আমার পেটে পর্যায়ক্রমে বেশ কয়েকটি আঘাত করে। আঘাতের ফলে ঘটনাস্থলেই আমার গর্ভপাত হয়।
ঘটনার আঘাত ও গর্ভপাতের বিষয়ে তার গর্ভের সন্তান নষ্টের বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তার চিকিৎসায় থাকা সিনিয়র নার্স সুধা দাস।