রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
Logo
শিরোনামঃ
সাভারে জমজমাট ক্রিকেট ফাইনাল, চ্যাম্পিয়ন রাসেল একাদশ নারী সংস্কার কমিশন বিলুপ্তির দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ সাভারে শ্রমিকদের দুর্বল করা কাউকেই যেন রাষ্টীয় পদ বা জনপ্রতিনিধির জায়গা দেওয়া না হয়, আখতার শাহিনুর কবির, ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোহাম্মদ জুয়েল মিঞা সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান ফেনীতে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফলোআপ গণঅভ্যুত্থানে আহতদের সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণ সাভার ডিজিটাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর শুভ উদ্বোধন
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করে চলছেন পাংশা মডেল থানার ওসি সাহাদত হোসেন।

নিজস্ব প্রতিনিধি / ২৯৭
নিউজ আপঃ বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

মুজিব শতবর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার। জনগনের জানমাল নিরাপত্তা এবং জনসাধারণের অধিকার প্রতিষ্ঠায় ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনী। তারই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ শাকিলুজ্জামানের সঠিক দিকনিদের্শনায় কাজ করে যাচ্ছেন, পাংশা মডেল থানার অফিসার ইনর্চাজ(ওসি)মোঃ সাহাদত হোসেন।

তিনি ও  থেমে নাই এই মিশনে। ইতিমধ্যে অফিসার ইনর্চাজ মোঃ সাহাদত হোসেন তার কাজকার্ম দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করে নিয়েছে। তিনি পাংশা মডেল থানায় যোগদানের মাত্র কয়েক মাসের ব্যবধানে তার নাম পাংশা থানাধীন এলাকাবাসীর মনে জায়গা করে নিয়েছেন। এসব সম্ভব হয়েছে তার বিচক্ষন নিরপেক্ষ কাজের জন্য। সাধারণ জনগন  বর্তমান অফিসার ইনর্চাজ (ওসি)মোঃ সাহাদত হোসেনের নিরপেক্ষ কাজকর্মে পাংশার সাধারণ জনগন অনেক খুশি। তিনি পাংশা থানায় জয়েন করার পর থেকেই পাংশার আইন শৃঙ্খলার পরিবেশ পালটাতে থাকে প্রথমে তিনি পাংশা থানা থেকে দালাল মুক্ত করেন। সাধারণ জনগনকে এখন আর হয়রানির শিকার হতে হয় না। সাধারন মানুষ এখন সঠিক পুলিশী সেবা পাচ্ছে এবং তিনি একজন সৎ মানবীক ওসি হিসাবে ও পরিচিত লাভ করেছে।

ওসি মোঃ সাহাদত হোসেন একজন বিজ্ঞ কৌশলী পুলিশ অফিসার তিনি পাংশাকে  মাদকমুক্ত করার প্রত্যায় নিয়ে মাদক নিয়ন্ত্রনে কাজ করে যাচ্ছে। সবসময় তিনি মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে এবং এ অভিযান সবসময় অব্যহত থাকবে সবসময় । বর্তমান পাংশাতে আর আগের কারবাবী ও ব্যবহার কারী দেখা যায় না। মাদক এখন অনেকটা নিয়ন্ত্রনে।

গুম,হত্যা,মারামারি পাংশাতে বর্তমান অনেক কম। সঠিক প্রতিবেদনের মাধ্যমে আদালতে চার্জশিট দিচ্ছে কাজের কোন গাফিলতি নাই। থানায় কোন মামলা পেন্ডিং নাই। সঠিক সমায়ে সঠিক সেবা পাচ্ছে এলাকার জনসাধারণ। জি আর মামলার আসামীদের দ্রুত গ্রেফতার সহ সকল মামলা ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারে সবসময় অভিযান পরিচালনা করেন। ওসি মোঃ সাহাদত হোসেনের সার্বিক তত্বাবধানে দেশের সার্থে কয়েকমাস আগে পাংশার কসবোমাজাইথেকে ৩৭ জনের একদল স্বশস্ত্র ডাকাতদের গ্রেফতার করতে সক্ষম হন তিনি এটা একটা নজির ঘটনা। তাছাড়া পাংশাতে আইন শৃঙ্খলার পরিবেশ পরিস্থিতি অনেক ভালো কোন সমস্যা নাই।

তিনি কলেজ ছাত্র সিফাত হত্যা মামলার আসামীদের গ্রেফতার করেছেন এবং বাকি আসামীদের গ্রেফতারে জোর অভিযান চলছে। তিনি আপরাধীদের যমসরুপ, তার ভয়ে কোন আপরাধী করতে সাহস পায় না। তার কথা আপরাধী যত বড় শক্তিশালী হোকনা কেন কোন ছাড় নাই। আপরাধ করে কেউ পার পাবে না। চোর,ছিন্তাইকারী,মস্তান,চাঁদাবাজ,তোলাবাজ,ডেন্ডারবাজ এদের আর এখন দেখা যায় না বললেই চলে। আইন শৃঙ্খলা কঠোর করার কারনে পাংশা থানায় মামলার সংখ্যা অনেক কমে গেছে। যার কারনে পাংশার পরিবেশ ভালো।

পাংশার মানুষের জানমাল নিরাপত্তার পাশাপাশি তিনি রাতের আঁধারে ছুটে গেছেন সিন্নমুল অসহয় গরীব দুখি শীতার্ত মানুষের পাশে দিয়েছেন তদের শীত বস্ত্র কম্বল। এজন্য সাধারণ মানুষ ওসি মোঃ সাহাদত হোসেনকে মানবীক ওসি ও বলেছেন সাধারণ মানুষ। বর্তমান চলছে আসন্ন পাংশা পৌরসভা নির্বাচন পাংশার কোথাও কোন অপৃতিকর ঘটনা ঘটে নাই। সকল প্রার্থী তাদের নির্বাচনের প্রচার-প্রচারণা করতে পারছে। পাংশা পৌরসভা নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভাবে কাজ করেছে যার কারনে পাংশার আইন শৃঙ্খলার পরিবেশ খুব ভালো।

স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলে যানাযায় বর্তমান ওসি স্যার খুব ভালো মনের মানুষ।আজ ওনি পাংশা আছে বলেই আজ পাংশায় কোন হট্টোগোল নাই। তার কাছে সবাই সরাসরি যেতে পারে ভিকটিমের সমস্যা সমাধানে কাজ করেন। আরেক বলেন তিনি একজন সৎ নিপেক্ষ মানবীক ওসি এরকম সব থানায় একজন করে ভালো ওসি থাকত তাহলে সব জায়গায় শান্তি বিরাজ করতো। এভাবেই তিনি পুলিশী সেবা দিয়ে যাচ্ছেন পাংশাবাসীর। পাংশা মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ সাহাদত হোসেন এর সাথে কথা বলে জানা যায়, তিনি সবসময় নিরপেক্ষতার সাথে কাজ করবেন , সাবইকে আইনি সহয়তা পাওয়ার অধিকার আছে। আমি পাংশাকে একটি মাদক,সন্ত্রাসমুক্ত, এলাকা করতে চাই। আসন্ন পাংশা পৌরসভা নির্বাচনে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই । আমি সবার সাথে সমন্বয় করে কাজ কতে চাই, আশা করি সবাই আমাকে সহোযোগিতা করবেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share